আশাশুনি প্রতিনিধি \ আশাশুনিতে ক্লাস্টার গ্র“প মেম্বারদের ৩দিন ব্যাপি বেসিক টেকনিক্যাল ট্রেনিং সমাপ্ত হয়েছে। সোমবার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণের সমাপ্তি ঘোষণা করা হয়। সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্টের আওতায় ৩ দিনের প্রশিক্ষণ কর্মসুচীর ৩য় দিনের প্রশিক্ষণ উপজেলা রিসোর্স সেন্টারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনিছুর রহমান। প্রশিক্ষণ প্রদান করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, সমবায় কর্মকর্তা মোঃ করিমুল হক এবং মেরিন ফিশারিজ কর্মকর্তা রতœা সাহা। উপজেলার ২৫ জন মৎস্য চাষীকে পরিবেশ বান্ধব বাগদা চিংড়ী চাষ ও বিজনেস প্লান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।