এফএনএস স্পোর্টস: আর্জেন্টিনার স্ট্রাইকার ভালেন্টিন ক্যাস্তেলানোসের অসাধারণ নৈপুণ্যে রিয়াল মাদ্রিদকে বিধ্বস্ত করেছে জিরোনা। গতরাতে লা লিগায় রিয়ালের বিপক্ষে একাই চার গোল করেন ক্যাস্তেলানোস। তার এমন অতিমানবীয় পারফরম্যান্সে জিরোনার কাছে ৪-২ ব্যবধানে হেরেছে রিয়াল মাদ্রিদ। এমন হারের পর রিয়াল সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন দলটির কোচ কার্লো আনচেলত্তি। ম্যাচ শেষে হতাশ আনচেলত্তি বলেন, ‘আপনারা ক্ষুব্ধ। আমরা ক্ষমাপ্রার্থী। আমাদেরও কষ্ট হচ্ছে। এই হার মেনে নেওয়া কঠিন। সবশেষ সাত ম্যাচের ছয়টিতে গোল হজম করিনি আমরা। আজকে আমাদের জালে চারটি গোল হয়েছে। এটি হাতাশার।’ এই হারে শিরোপা জয়ের দৌঁড়ে আরও অনেকখানি পিছিয়ে পড়লো রিয়াল। ৩১ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে রিয়াল। অন্যদিকে ৩০ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বার্সেলোনা।