কয়রা (খুলনা) প্রতিনিধি ॥ কয়রা উপজেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার (১৭ এপ্রিল) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী অফিসার বিএম তারিক-উজ-জামান। উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ রেজাউল করিমের পরিচালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান এ্যাডঃ কমলেশ কুমার সানা, উপজেলা প্রানী সম্পদ অফিসার ডাঃ মুস্তাইন বিল্যাহ, উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল্যা আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, প্রধান শিক্ষক এস এম খায়রুল আলম, শিক্ষার্থী অপরুপা বর্মন, নাবিহা তাহসিন প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।