শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০৬:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তি আলোচনার পর ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালালো রাশিয়া সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭ যে কারণে ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে পাকিস্তান: রিপোর্ট ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ—মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি যে কারণে পেনাল্টি নেননি হালান্ড

কয়রার ট্রিপল মার্ডার মামলায় গ্রামের নিরীহ মানুষদের মুক্তির দাবিতে মানববন্ধন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২

কয়রা (খুলনা) প্রতিনিধি ঃ কয়রা উপজেলার বামিয়া গ্রামের ট্রিপল মার্ডারের বাদীর সংবাদ সম্মেলনকে সমর্থন জানিয়ে ও তদন্ত হস্তান্তর এবং সুষ্ঠু নিরপেক্ষ তদন্তসহ নিরীহ গ্রামের মানুষের মুক্তি ও মামলা থেকে অব্যাহতির দাবীতে মানববন্ধন করেছে স্থানীয় গ্রামাবাসী। শুক্রবার বিকাল ৪ টায় বাগালী ইউনিয়ন পরিষদ সংলগ্ন রাস্তার উপর এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে প্রায় ৫ শতাধিক নারী পুরুষ অংশ গ্রহন করেন। মানববন্ধন কর্মসুচীতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য মোঃ আতিয়র রহমান, বীর মুক্তিযেদ্ধা নুর মোহাম্মাদ, সমাজসেবক মন্তেজ আলী গাজী, ইমান আলী গাজী, হোসেন আলী মোল্যা, ওবাউদুল্যাহ প্রমুখ। মানববন্ধনে বক্তরা বলেন, ট্রিপল হত্যা মামলার ১ জন আসামী পূর্ব শত্রুতার জেরে এলাকার সাধারণ নিরীহ মানুষকে ফাঁসাতে তাদের নাম বলে মামলার আসামী করা হয়েছে। এতে করে ট্রিপল হত্যার ঘটনার সাথে জড়িত মুল আসামীদেরকে আড়াল করা হচ্ছে। এ সময় তারা দ্রুত সময়ের মধ্যে সাধারণ মানুষের মুক্তি সহ মামলা থেকে অব্যহতি ও সুষ্ঠু তদন্ত পূর্বক প্রকৃত দোষীদের গ্রেফতার দাবি জানান। উলে­খ্য, ২০২১ সালের ২৫ অক্টোবর রাত ৯ টা থেকে পরের দিন সকাল সাড়ে ৮ টার মধ্যে তাদের হত্যা করা হয়। ২৬ অক্টোবর স্থানীয় আব্দুল মাজেদের বাড়ির পাশে একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় হাবিবুর রহমান, তার স্ত্রী বিউটি ও কন্যা হাবিবা সুলতানা টুনির মরদেহ উদ্ধার করে কয়রা থানা পুলিশ। ঐ মামলায় অনেক নিরীহ গ্রামবাসীকে আসামী করা হয়েছে বলে তারা অভিযোগ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com