কয়রা (খুলনা) প্রতিনিধি ঃ কয়রা উপজেলার বামিয়া গ্রামের ট্রিপল মার্ডারের বাদীর সংবাদ সম্মেলনকে সমর্থন জানিয়ে ও তদন্ত হস্তান্তর এবং সুষ্ঠু নিরপেক্ষ তদন্তসহ নিরীহ গ্রামের মানুষের মুক্তি ও মামলা থেকে অব্যাহতির দাবীতে মানববন্ধন করেছে স্থানীয় গ্রামাবাসী। শুক্রবার বিকাল ৪ টায় বাগালী ইউনিয়ন পরিষদ সংলগ্ন রাস্তার উপর এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে প্রায় ৫ শতাধিক নারী পুরুষ অংশ গ্রহন করেন। মানববন্ধন কর্মসুচীতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য মোঃ আতিয়র রহমান, বীর মুক্তিযেদ্ধা নুর মোহাম্মাদ, সমাজসেবক মন্তেজ আলী গাজী, ইমান আলী গাজী, হোসেন আলী মোল্যা, ওবাউদুল্যাহ প্রমুখ। মানববন্ধনে বক্তরা বলেন, ট্রিপল হত্যা মামলার ১ জন আসামী পূর্ব শত্রুতার জেরে এলাকার সাধারণ নিরীহ মানুষকে ফাঁসাতে তাদের নাম বলে মামলার আসামী করা হয়েছে। এতে করে ট্রিপল হত্যার ঘটনার সাথে জড়িত মুল আসামীদেরকে আড়াল করা হচ্ছে। এ সময় তারা দ্রুত সময়ের মধ্যে সাধারণ মানুষের মুক্তি সহ মামলা থেকে অব্যহতি ও সুষ্ঠু তদন্ত পূর্বক প্রকৃত দোষীদের গ্রেফতার দাবি জানান। উলেখ্য, ২০২১ সালের ২৫ অক্টোবর রাত ৯ টা থেকে পরের দিন সকাল সাড়ে ৮ টার মধ্যে তাদের হত্যা করা হয়। ২৬ অক্টোবর স্থানীয় আব্দুল মাজেদের বাড়ির পাশে একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় হাবিবুর রহমান, তার স্ত্রী বিউটি ও কন্যা হাবিবা সুলতানা টুনির মরদেহ উদ্ধার করে কয়রা থানা পুলিশ। ঐ মামলায় অনেক নিরীহ গ্রামবাসীকে আসামী করা হয়েছে বলে তারা অভিযোগ করেন।