কয়রা (খুলনা) প্রতিনিধি ॥ কয়রা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার বেলা ১১ টায় এ উপলক্ষে র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান এ্যাডঃ কমলেশ চন্দ্র সানা ও মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আলম। উপজেলা মহিলা বিষয়ক অফিসের এপিসি প্রকল্পের সমন্বয়কারী মোঃ আবু সাঈদের পরিচালনায় এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ মনিরুজ্জামান। আরও বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্যাহ আল মামুন, সমাজসেবা কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৗশলী ইস্তিয়াক আহমেদ, প্রধান শিক্ষক এসএম খায়রুল আলম, ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসুচী প্রকল্পের উপজেলা সমন্বয়কারী তুষার কান্তি দাস, পরিত্রানের ওয়াই মুভস প্রকল্পের প্রজেক্ট অফিসার মোঃ আলাউদ্দিন, নারী নেত্রী মুর্শিদা খাতুন, উপজেলা এনসিটিএফের সভাপতি শিউলি মুন্ডা প্রমুখ। আলোচনা শেষে সমাজে বিভিন্ন অবদান রাখায় ৫ জন জয়িতা নারীর মধ্যে সম্মননা ক্রেস্ট প্রদান করা হয়।