কয়রা (খুলনা) প্রতিনিধি ॥ কয়রা উপজেলা প্রশাসনের উদ্যোগে উন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভা গতকাল শনিবার (৯ মার্চ) বেলা ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী অফিসার বিএম তারিক-উজ-জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কয়রা-পাইকগাছার সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন বানিজ্য মন্ত্রনালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বানিজ্য মন্ত্রনালয়ের যুগ্ম সচিব ড. মোঃ আলম মোস্তফা, ব¬ু ইকোনমি সেল জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপ-সচিব মোঃ আশরাফ হোসেন, বিএডিসি কৃষি মন্ত্রনালয়ের প্রধান মনিটরিং মোঃ আঃ ছাত্তার গাজী, কয়রা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম ও কয়রা উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিএম মোহসিন রেজা। মত বিনিময় সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাডঃ কমলেশ কুমার সানা, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আলম, কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিশীত রঞ্জন মিস্ত্রি, উপজেলা কৃষি অফিসার আব্দুল্যাহ আল মামুন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ রোজাউল করিম, সুন্দরবন খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান, খুলনা জেলা পরিষদের সদস্য আব্দুল্যাহ আল মামুন লাভলু, উপজেলা প্রকৌশলী মোঃ দারুল হুদা, শিক্ষা অফিসার তপন কুমার বর্মন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, পাউবোর সেকশন অফিসার মশিউল আবেদীন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার হরষিত রায়, পল্লী বিদ্যুৎতের এজিএম মোঃ কায়ছার আলী, ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম, প্রভাষক শাহনেওয়াজ শিকারী,মোঃ জিয়াউর রহমান জুয়েল, মোঃ আব্দুল্যাহ আল মাহমুদ, আলহাজ্ব সরদার নুরুল ইসলাম কোম্পানি, মোঃ আছের আলী মোড়ল, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম, বিআরডিবির চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইয়াকুব আলী প্রমুখ। মতবিনিময় সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।