কয়রা (খুলনা) প্রতিনিধি ঃ কয়রা থানা পুলিশ প্রশাসনের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। রবিবার বেলা ১১ টায় কয়রা মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কয়রা থানার অফিসার ইনচার্জ এবিএমএস দোহা (বিপিএম)। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস। শিক্ষক জিয়াউর রহমানের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন কয়রা মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র মন্ডল, সাংবাদিক ইমতিয়াজ উদ্দিন, প্রভাষক আনিসুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে আইন শৃংখলা রক্ষায় পুলিশের ভুমিকা, সাধারন মানুষের সেবাদান কার্যক্রম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষর্থিীদের করনীয় সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক সদস্য সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।