মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তি আলোচনার পর ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালালো রাশিয়া সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭ যে কারণে ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে পাকিস্তান: রিপোর্ট ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ—মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি যে কারণে পেনাল্টি নেননি হালান্ড

কয়রায় জলাধার বিতরনে সাংসদ আকতারুজ্জামান বাবু

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৩ জুন, ২০২৩

কয়রা (খুলনা) প্রতিনিধি \ খুলনা-৬ কয়রা-পাইকগাছার সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আকতারুজ্জামান বাবু বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য দেশের প্রত্যন্ত অঞ্চলে উন্নয়ন হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। সরকার এই ১৪ বছরে বাংলাদেশের ইতিহাসে স্মরণকালের উন্নয়ন করেছেন। বারবারই প্রমাণিত হয়েছে শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই দেশ ও দেশের মানুষের উন্নয়ন হয়, দেশের মানুষ ভালো থাকে, মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটে। তাই উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে। দেশের চলমান এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনা সরকারের কোন বিকল্প নেই। বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্তরে সুবিধাভোগীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক প্রদত্ত খাবার পানি সংরক্ষণের জলাধার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি বলেন. বর্তমান সরকারের আমলেই কয়রা উপজেলার অবহেলিত এ অঞ্চলের বেঁড়িবাঁধ, রাস্তাঘাট সংস্কার ও উন্নয়ন শুরু হয়েছে। এ অঞ্চলের বেঁড়িবাঁধ নির্মাণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী দেড় হাজার কোটি টাকা বরাদ্ধ দিয়েছেন। আঠারো মাইল থেকে কয়রা পর্যন্ত রাস্তার কাজ চলমান এবং দুই পাশে ৩ ফুট করে বৃদ্ধি করতে ১শ কোটি টাকা বরাদ্ধ করা হয়েছে। এবং এ রাস্তাকে ফোর লেনের আওতায় আনা হয়েছে। তিনি আরও বলেন, উপকূলীয় এ অঞ্চলের মানুষের সূপেয় পানির সংকট দূর করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ জনপদের মানুষের জন্য পানির ট্যাংকি সহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছেন। এসব কর্মসূচি বাস্তবায়িত হলে এ অঞ্চলের মানুষের সূপেয় পানির কোন সংকট থাকবে না। জনগণের সেবাই শেখ হাসিনা সরকারের একমাত্র মূলমন্ত্র। দেশ পরিচালনায় তাঁর কোন বিকল্প নেই। তাই আবারো আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে উন্নয়ন ও অগ্রযাত্রায় একধাপ এগিয়ে স্মার্ট বাংলাদেশ গড়তে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। তাই আমরা সারা বাংলার জনগণ এক হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবো যাতে করে কোন অপশক্তি আমাদের এই উন্নয়নের ধারা ব্যাহত করতে না পারে। তিনি বলেন, আওয়ামী লীগ কিন্তু জাতির পিতার হাতে গড়া সংগঠন। আমরা সব সময় চিন্তা করি কীভাবে মানুষের পাশে দাড়াবো। মানুষকে সহযোগিতা করব। আওয়ামী লীগ তার পদাঙ্ক অনুসরণ করেই যাচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমানের সভাপতিত্বে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর কতৃক আয়োজিত পানির ট্যাংকি বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম, কয়রা থানা অফিসার ইনচার্জ এবিএমএস দোহা, উপজেলা ভাইচ চেয়ারম্যান এ্যাডঃ কমলেস কুমার, নাসিমা আলম, জনস্বাস্থ্য প্রকৌশলী ইসতিয়াক আহমেদ, বাগালী ইউপি চেয়ারম্যান আঃ সমাদ গাজী, উত্তর বেদকাশি ইউপি চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম, আমাদী ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জুয়েল, দক্ষিণ বেদকাশি ইউপি চেয়ারম্যান আছের আলী, আওয়ামীলীগ নেতা এসএম হারুন অর রশীদ, সুজিৎ রায়, জিয়াদ আলী, খায়রুল আলম,যুবলীগ নেতা এ্যাডঃ আরাফাত হোসেন, সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম টিংকু প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com