কয়রা (খুলনা) প্রতিনিধি \ কয়রায় জেন্ডার ও জলবায়ু সংবেদনশীল বাজেট প্রণয়নে সক্ষমতা বৃদ্ধি বিষযক ২ দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার (১৬ ও ১৭ আগষ্ট) মহারাজপুর অন্তাবুনিয়া গ্রামে এসডিএফ অফিসে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্যা রুরাল পুয়র-ডরপ এর আয়োজনে এবং হেলভেটাস বাংলাদেশ ও ইউরোপীয়ান ইউনিয়ন এর অর্থায়নে ২ দিন ব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। মহারাজপুর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ ইউসুফ কবিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, প্যানেল চেয়ারম্যান বিভূতি ভূষন রায়, ইউনিয়ন পরিষদ সচিব ফারুক হোসেন, ইউপি সদস্য মোস্তফা কামাল, আবু সাইদ, নুরুল ইসলাম খোকা, মাওঃ মাকসুদুর রহমান, মাসুম বিল্লাহ, মহিলা সদস্য সীমা রানী বালা, সেলিনা খাতুন, ইউনিয়ন পরিষদের স্থায়ী কমিটির সদস্য গোলাম কিবরিয়াসহ মহারাজপুর ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের সুশীল সমাজ থেকে ৯ জন এবং ইউনিয়ন পরিষদের ৩ টি স্থায়ী কমিটির ৮ জন মোট ৩০ জন এ প্রশিক্ষণে অংশ গ্রহন করে। ২ দিন ব্যাপী প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ দেন ডরপ ইভলভ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী প্রতিভা বিকাশ সরকার। উল্লেখ্য কয়রা উপজেলার ৪ টি ইউনিয়নে (কয়রা সদর, মহারাজপুর, আমাদী ও বাগালী) ডরপের ইভল্প প্রজেক্টের কাজ করেছে।