কয়রা (খুলনা) প্রতিনিধি ॥ খুলনার কয়রা সদরে সংঘর্ষের ঘটনায় নারী সহ একই পরিবারের তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন, আবু হাসান (৩৬) আবুল হোসেন (২৪) ও রাবেয়া খাতুন (৩০)। আহাতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। ঘটনাটি ঘটেছে ২০ সেপ্টেম্বর বুধবার বেলা ১২ টার দিকে উপজেলা সদরের কপোতাক্ষ কলেজের সামনে কয়রা বেদকাশি সড়কে। খবর পেয়ে কয়রা থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ভুক্তভোগীরা পেশায় টিউবওয়েল মিস্ত্রি। তাদের অভিযোগ প্রতিটা টিউবওয়েল বাবদ কতিপয় ব্যক্তি ২ হাজার টাকা চাঁদা দাবি করে, ভুক্তভোগীরা টাকা দিতে অস্বীকার করায় মঙ্গলবার সন্ধ্যায় জনৈক ব্যক্তিরা তাদের ওপর চড়াও হয়। পরের দিন অর্থাৎ ২০ সেপ্টেম্বর বুধবার বেলা ১১ টার দিকে ভুক্তভোগীরা কয়রা সদর ইউপি চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দায়ের করে। চেয়ারম্যান একটি সালিশের দিন ধার্য করে। ভুক্তভোগীরা ইউপি কাউন্সিল থেকে বের হয়ে কপোতাক্ষ কলেজের সম্মুখে জাহাঙ্গীরের চায়ের দোকানের সামনে পৌছলে, শহিদুল, ইসমাইল রাসেল আরাফাত আব্দুল্লাহ সহ আট দশ জনের একটি দল তাদেরকে লোহার রড ও হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। পরবর্তীতে পথচারীরা তাদেরকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্স এ পাঠান। কয়রা থানার ওসি মো: মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন, ভুক্তভোগীরা চিকিৎসায় আছেন। অভিযোগ পেলে আইন আনুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।