কয়রা (খুলনা) প্রতিনিধি ॥ উপকুলীয় লবনাক্ত অঞ্চলে আমন পরবর্তী পতিত জমিতে বিনাচাষে আলু ও রসুন উৎপাদন প্রযুক্তির উপর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় সরেজমিন গবেষণা ইনস্টিটিউট খুলনার আয়োজনে বতুল বাজার গ্রামে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। সরেজমিন কৃষি গবেষনা বিভাগ গাজীপুরের বিভাগীয় প্রধান ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাজহারুল আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুরের মহা-পরিচালক ড. দেবাশীষ সরকার। বিশেষ অতিথি ছিলেন পার্টনারের প্রকল্প পরিচালক ও বারির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড.জগদীশ চন্দ্র বর্মন. গোপালগঞ্জের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মহসীন হাওলাদার ও কয়রা উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল্যাহ আল মামুন। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সরেজমিন কৃষি গবেষণা ইনস্টিটিউট উধর্তন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ কামরুল ইসলাম। বৈজ্ঞানিক সহকারী মোঃ জাহিদ হাসানের পরিচালনায় মাঠ দিবসে আরও বক্তব্য রাখেন কয়রার উপ-সহকারি কৃষি কর্মকর্তা সাধক ঢালী, সাতক্ষীরার এমএলটি সাইটের বৈজ্ঞানিক সহকারি অমলেশ সরকার, স্থানীয় কৃষক সুলতানা মিলি, ঢালী শাহাবুদ্দিন, মোঃ গিয়াস উদ্দিন ঢালী, আল মামুন সানা প্রমুখ। অনুষ্ঠানে বক্তরা বলেন, লবনাক্ত জমিতে এ বছর বিনাচাষে আলু ও রসুন উৎপাদন করে ভাল ফলন পেয়েছে। তারা কয়রার ৭ টি ইউনিয়নে বিনাচাষে আলু ও রসুন উৎপাদনের জন্য সার্বিক সহযোগিতার দাবি জানায়। মাঠ দিবসে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক সহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।