কয়রা (খুলনা) প্রতিনিধি ঃ কয়রা সদর ইউনিয়ন পরিষদে পিছিয়ে পড়া দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এসএম বাহারুল ইসলাম তার ইউনিয়নের উলেখিত জনগোষ্ঠীর অসহায়, বৃদ্ধ ও বৃদ্ধাদের মাঝে উক্ত কম্বল বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রী, কয়রা প্রেসক্লাবের সভাপতি এসএম হারুন অর রশীদ, খুলনা জেলা দলিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের সভাপতি সুব্রত কুমার মিস্ত্রীসহ আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দ। জানা গেছে, শীতের শেষ মহুর্তে এসে উক্ত সংগঠনের পক্ষ থেকে উপজেলার আমাদী, উত্তরবেকাশি ও কয়রা সদর ইউনিয়নে বসবাসরত পিছিয়ে পড়া দলিত ও বঞ্চিত জনগোষ্টী পরিবারে কম্বল বিতরণ করা হচ্ছে।