কয়রা (খুলনা) প্রতিনিধি ॥ “প্রাণী সম্পদে ভরবো দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে কয়রায় প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। প্রাণী সম্পদের উৎপাদন বৃদ্ধি ও জনসাধরনের জন্য প্রাণীজ আমিষ সরবরাহ নিশ্চিত করার লক্ষে কয়রা উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটোনারি হাসপাতাল চত্তরে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের আয়োজনে প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণীসম্পদ অধিদপ্তরের এর সহযোগিতায় এ সেবা সপ্তাহ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১৮এপ্রিল) সকাল ১০ টায় উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মোস্তাইন বিল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, জনস্বাস্থ্য ও প্রকৌশলী অফিসার মোঃ ইসতিয়াক আহমেদ, যুব উন্নয়ন অফিসার রেজাউল করিম, কপোতাক্ষ কলেজের অধ্যক্ষ অদ্রিশ আদিত্য মন্ডল, খামারি প্রদর্শনী রেবেকা খাতুন প্রমুখ। দিন ব্যাপী প্রদর্শনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে উন্নত জাতের এবং অধিক উৎপাদনশীল জাতের গবাদি পশু যেমন ঃ গাভী, বাছুর, ষাড়, ছাগল, হাস মুরগী, সৌখিন পাখি, পেষা প্রাণী এবং বিভিন্ন প্রযুক্তি প্রদর্শন করা হয়। এসময় প্রধান অতিথি বলেন, নতুন নতুন পশু-পাখির খামার স্থাপন করে বেকারদের কর্মসংস্থান সৃষ্টি এবং প্রাণিজ আমিষ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে এ প্রদর্শনী আয়োজন করা হয়েছে।