কয়রা (খুলনা) প্রতিনিধি \ খুলনার কয়রায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় দেয়াড়া অন্তাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ও বালাহরিচরন মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় রানার্স আপ হয়েছে। অন্যদিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় ২নং কয়রা মধ্যবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ও এস ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে। গতকাল ৩১ জুলাই বিকাল ৩ টায় কপোতাক্ষ মহাবিদ্যালয়ের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরুস্কার বিতরন করেন কয়রা-পাইকগাছার সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমানের সভাপতিত্বে পুরুস্কার বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম ও কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান। পুরুস্কার বিতরন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান প্রভাষক শাহনেওয়াজ শিকারী, উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোঃ ইসলামুল হক মিটু, ভুদার চন্দ্র সানা, কপোতাক্ষ কলেজের অধ্যক্ষ অদ্রিশ আদিত্য মন্ডল, কয়রা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মাষ্টার সদর উদ্দিন আহমেদ, প্রভাষক বিদেশ রঞ্জন মৃধা, প্রধান শিক্ষক মোস্তফা শহীদ সরোয়ার, আঃ খালেক, এসকেন্দার আলী, আঃ ছালাম, শিক্ষক মোঃ আলমগীর হোসেন, এস এম নুরুল আমিন নাহিন, বিল্যাল হোসেন প্রমুখ। খেলা পরিচালনা করেন শিক্ষক মনোয়ার হোসেন, দেবী রঞ্জন, বিল্যাল হোসেন, পরিতোষ মন্ডল, মোঃ নুর মোহাম্মাদ ও আঃ জলিল। শত শত দর্শক আনন্দঘোন পরিবেশে খেলাটি উপভোগ করেন।