কয়রা (খুলনা) প্রতিনিধি \ খুলনার কয়রায় বজ্রপাতে শহিদুল গাজী (৫৯) নামে এক মৎস্য চাষির মৃত্যু হয়েছে। সোমবার ৫ সেপ্টেম্বর দুপুরে হঠাৎ বজ্রপাতে তার মৃত্যু হয়। সে উপজেলার আমাদি ইউনিয়নের নাকশা গ্রামের মৃত্যু মজিবর গাজীর ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আইবুর রহমান সানা। তিনি বলেন, আমাদি ইউনিয়নের পাটালিয়া বিলে তার নিজের মাছের ঘেরে কাজ করার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়েছে।