কয়রা (খুলনা) প্রতিনিধি ॥ কয়রায় যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার, শিশু সুরক্ষা, জেন্ডার ভিত্তিক সহিংসতা, বাল্য বিবাহ প্রতিরোধ, মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে উপজেলা পর্যায়ে ইন্টারজেনারেশনাল ডায়ালগ অনুষ্ঠিত হয়। পরিত্রান ওয়াই মুভস প্রকল্প বুধবার (২৪ জানুয়ারি) বিকাল ৩ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা প্রানী সম্পদ অফিসার ডাঃ মুস্তাইন বিল্যার সভাপতিত্বে ও পরিত্রানের উপজেলা প্রজেক্ট অফিসার মোঃ আলাউদ্দিনের পরিচালনায় এ উপলক্ষে আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, মহিলা বিষয়ক অফিসার মোঃ মনিরুজ্জামান, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোঃ আব্দুল্যাহ আল মামুন, পরিত্রানের সিনিয়র প্রজেক্ট অফিসার উজ্জল কুমার দাস, উপজেলা শিশু অধিকার সুরক্ষা কোয়ালিশানের সভাপতি অধ্যাপক আ,ব,ম আঃ মালেক প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির,এ্যাডঃ আনিছুর রহমান, সাংবাদিক সদর উদ্দিন আহমেদ, মোঃ রিয়াছাদ আলী, বিবাহ রেজিস্ট্রার মাওলানা ইউনুস আলী, হিন্দু বিবাহ রেজিস্ট্রার এ্যাডঃ স্বদেশ কুমার মিস্ত্রী, শিক্ষিকা তৃঞ্চা দাস, জেলা আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক নিরাপদ মুন্ডা, ধীরেশ মাহতো, গনেশ মুন্ডা, নারী নেত্রী মুর্শিদা খাতুন, সাধনা মুন্ডা,এনসিটিএফের সভাপতি শিউলি মুন্ডা প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি,সাংবাদিক, শিক্ষক, বিবাহ রেজিস্ট্রার সহ মুন্ডা ও মাহতো সম্প্রদায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।