কয়রা (খুলনা) প্রতিনিধি ॥ কয়রা উপজেলা কৃষি অফিসের উদ্যোগে খরিপ-২ মৌসুমে কৃষি প্রনোদোনা কর্মসুচীর আওতায় চলতি রোপা আমন ধানের সমলয় চাষাবাদ ব্লক প্রদর্শনীর শস্য কর্তন উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলার হাতীয়ারডাঙ্গা গ্রামে এই সমলয় পদ্ধিতিতে ধান চাষের শস্য কর্তন উদ্বোধন করা হয়। কৃষি সম্প্রসারন অধিদপ্তর খুলনার উপ-পরিচালক কাজী জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর খুলনার অতিরিক্ত পরিচালক মোহন কুমার ঘোষ। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর খুলনার তেল ফসল প্রকল্পের মনিটরিং অফিসার এ এইচএম জাহাঙ্গীর আলম, কৃষি অধিদপ্তর খুলনার অতিরিক্ত উপ-পরিচালক মহাদেব চন্দ্র সানা, অতিরিক্ত উপ-পরিচালক মোঃ মিজান মাহমুদ ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আলম। উপ সহকারি কৃষি অফিসার মোঃ আল মাহফুজের পরিচালনায় এতে আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল্যাহ আল মামুন। আরও বক্তব্য রাখেন পাইকগাছা উপজেলা কৃষি অফিসার অসিম কুমার দাস, আমাদী ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জুয়েল, সহকারী কৃষি সম্প্রসারন অফিসার মোঃ গোলাম নবী, উপ সহকারি কৃষি অফিসার মোঃ নাইমুর রহমান, মোঃ ফারুক হোসেন, গুরুদাস মন্ডল, উপজেলা কৃষক লীগ নেতা মোঃ শাহিনুর রহমান, স্থানীয় কৃষক স্বাধীন সানা, চঞ্চলা সরকার প্রমুখ। আলোচনা সভায় বক্তরা বলেন,এই প্রথম বার কয়রার আমদী ইউনিয়নে ১৫০ বিঘা জমিতে সমলয় পদ্ধতিতে আমন চাষাবাদের যাত্রা শুরু করা হয়। এই পদ্ধতিতে ব্রি ধান ৮৭ চাষ করে কৃষক ভাল ফলন পেয়েছে।