কয়রা (খুলনা) প্রতিনিধি ॥ উৎসবমুখর পরিবেশে কয়রার স্বনামধন্য শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরিক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। রবিবার সকাল ১১ টায় বিদ্যালয়ের সভাপতি প্রভাষক শাহাবাজ আলীর সভাপতিত্বে সহকারি শিক্ষক রোকসানা খানমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোছাঃ মনিরুন্নেছা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রত্যাশিত কিন্ডার গার্ডেনের অধ্যক্ষ মোঃ মফিজুল ইসলাম, সাংবাদিক শাহজাহান সিরাজ, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ছাত্র ও স্কুলের প্রাত্তন ছাত্র মোঃ সাইফুল্লাহ, মাওলানা মনিরুল ইসলাম, বিদ্যালয়ে প্রাত্তন ছাত্র মেহেদি হাসান মিলন, সাকসেস কোচিং সেন্টারের শিক্ষক বিএম জাহাঙ্গীর আলম, জিয়াউর রহমান, পারভেজ শিপন, আঃ আলিম সহ বিদ্যালয়ের সকল শ্রেনির ছাত্র ছাত্রী, ম্যানেজিং কমিটির সদস্য ও শতাধিক অভিভাবক মায়েরা উপস্থিত ছিলেন যা চোখের পড়ার মত। এসময় বিদ্যালয়ের সভাপতি প্রভাষক শাহাবাজ আলী তার বক্তৃতায় বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার উল্লেখ করে বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড, আজকের শিক্ষার্থী আগামী দিনের দেশ ও জাতির ভবিষ্যৎ। আজকের শিশু শিক্ষার্থীরা লেখাপড়া শেষ করে দেশ ও রাষ্ট্রের কাজে নিজেকে নিয়োজিত রাখবে। অভিভাবকের উদ্যেশ্যে তিনি আরও বলেন, আপনার সন্তানকে ঠিক মতো লেখাপড়ার আগ্রহী হতে হবে। সে ক্ষেত্রে পিতামাতাদের সন্তানের দিকে খেয়াল নিতে হবে। সাথে সাথে আগামী পাঠ্য পরিকল্পনা কেমন হবে সে সস্পার্কে অভিভাবকের অবহিত করেন। প্রধান শিক্ষক মোছাঃ মনিরুন্নেছা বলেন, বিদ্যালয়ের লেখাপড়ার মান বর্তমানে ভাল অবস্থানে রয়েছে। নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধকরণ, জ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ, নৈতিক মূল্যবোধ, জনগণের প্রতি শ্রদ্ধাশীল ও দায়বদ্ধ করে গড়ে গড়ে তোলার এবং সুপ্ত প্রতিভা বিকাশের দীক্ষায় আগামী প্রজন্ম করার লক্ষ্যে আমরা আমাদের প্রচেষ্টা অব্যহত রাখছি। ফলাফল ঘোষণা শেষে সাকসেস কোচিং সেন্টারের সৌজন্যে বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে উৎসাহ বৃদ্ধির লক্ষ্যে শিক্ষকদের এবং মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।