কয়রা (খুলনা) প্রতিনিধি ॥ কয়রা উপজেলায় নানা আয়োজনে স্কাউটের জনক লর্ড ব্যাডেন পাওয়েল এর ১৬৭তম জন্মদিবস উপলক্ষে ব্যাডেন পাওয়াল দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় বাংলাদেশ স্কাউট কয়রা উপজেলা শাখার আয়োজনে উপজেলা পরিষদের কার্যালয়ের হল রুমে কেক কাটা ও আলোচনার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। র্যালী পরবর্তী আলোচনা সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও উপজেলা স্কাউটস পরিচালনা কমিটির সভাপতি বি.এম তারিক -উজ- জামান বিভিন্ন স্কুলের শতাধিক কাব ও স্কাউটদের নিয়ে কেক কেটে স্কাউট জনকের জন্মবার্ষিকী উদযাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম শফিকুল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান কমলেশ কুমার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও উপজেলা স্কাউটস পরিচালনা কমিটির সহসভাপতি আবুল কালাম আজাদ ,কপোতাক্ষ কলেজ অধ্যক্ষ অদ্রিশ আদিত্য মন্ডল,স্কাউট কয়রা উপজেলা কমিটির সহ-সভাপতি খায়রুল আলম,সম্পাদক হুমায়ন কবির, কমিশনার মোস্তফা নুর মোহাম্মদ, সহকারী কমিশনার দিপক মিস্ত্রী,উড ব্যাজার (সি এ এল টি সম্পূর্ণকারি লক্ষ্মী রানী রায়, উড ব্যাজার শামীম হোসেন, ইউনিড লিডার খুকুমনি খানম, দেবানন্দ সরকার,রমেশ চন্দ ঢালী ও স্কাউটসের শিক্ষার্থীগণ প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা মানব সেবায় নিবেদিত ব্যাডেন পাওয়েলের জীবন ও কর্ম নিয়ে বিভিন্ন দিক আলোচনা করেন। উল্লেখ্য, লর্ড ব্যাডেন পাওয়েল ১৮৫৭ সালের ২২ ফেব্রুয়ারি লন্ডনে জন্মগ্রহন করেন।তিনি ১৯৭৬ সালে সেনাবাহিনির কমিশন পদে সাব লেফটেন্যান্ট হিসেবে যোগদান করেন।তার তীক্ষ বুদ্ধি ও সামরিক দক্ষতার স¦ীকৃতি হিসেবে ২৬ বছর বয়সেই তিনি ক্যাপ্টেন পদ লাভ করেন।পরবর্তীতে বিভিন্ন পর্যায় পেরিয়ে ৪৩ বছর বয়সে বিপি ব্রিটিশ সেনাবাহিনির সর্বকনিষ্ঠ মেজর জেনারেল হন। ১৯৬০ সালে এবিপি ইন্সপেক্টও জেনারেল পদ থেকে চাকুরি জীবনে সমাপ্তি টানেন। এরপর তিনি বয় স্কাউটসের গোড়া পত্তনের কাজে বিশেষ মনোযোগি হন।সেই লক্ষে ১৯০৭ সালে লন্ডনের পোর্ট হারবাওে অবস্থিত ব্রাউন্সী দ্বীপে পরিক্ষামূলক প্রথম স্কাউট ক্যাম্পের আয়োজন করেন।লর্ড ব্যাডেন পাওয়েল এই স্কাইটের গোড়াপত্তন করেন বলে তিনি স্কাউটের জনক বলে পরিচিত।