কয়রা (খুলনা) প্রতিনিধি ঃ বাংলাদেশ স্কাউটসের ৫০ বছর পূর্তি উপলক্ষে কয়রা উপজেলা স্কাউটসের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে গত ৮ এপ্রিল সকাল ১০টায় কপোতাক্ষ মহাবিদ্যালয় থেকে র্যালী বের হয়ে সুন্দরবন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। র্যালী শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন স্কাউটসের উপজেলা সহ সভাপতি প্রধান শিক্ষক খায়রুল আলম, সাধারণ সম্পাদক শিক্ষক মোঃ হুমায়ুন কবির, স্কাউটসের খুলনা জেলা রোভারের সহকারী কমিশনার প্রভাষক বিদেশ রঞ্জন মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম এস্কেন্দার আলী, ইউনিট লিডার অরুনধুতি বালা মন্ডল, নির্বাহী সদস্য মোঃ তরিকুল ইসলাম প্রমুখ। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।