বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ১১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়নগরে মন্দির ভিত্তিক স্কুলের সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত সাতক্ষীরা পুলিশ সুপারের সাথে খ্রিস্টান ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় শ্যামনগরে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির কর্মি টি এস অনুষ্ঠিত তালায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত সাতক্ষীরায় বিজয় দিবসে সদর উপজেলা বিএনপির র্যালি কলারোয়ায় টালি মালিক সমিতির নব—কমিটি গঠন সভাপতি গোষ্ট পাল ও সাধারণ সম্পাদক তুহিন সাতক্ষীরায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত আশাশুনি রিপোর্টার্স ক্লাব ও আশাশুনি থানার বিজয় দিবস প্রীতি ক্রিকেট ম্যাচ নুসরাতের নৃশংস হত্যাকারী জনির ফাঁসির দাবীতে মানববন্ধন আশাশুনি আশার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

কয়রা উপজেলা জুড়ে নতুন আতংক এখন মোবাইল জুয়া

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৬ জুন, ২০২৪

কয়রা (খুলনা) প্রতিনিধি ॥ কয়রায় মোবাইলে লুডু খেলা এখন জুয়ায় পরিণত হয়েছে। ক্রিকেট ও লুডু গেম খেলার বাজি ধরে জুয়ার আসরে তরুন -কিশোর থেকে শুরু করে যুবকরাও ঝুঁকে পড়ছে। চায়ের দোকানে, গাছের ছায়ায় ও আড়ালে আবডালে আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে এই ইলেকট্রনিক জুয়ার আসর। বখে যাওয়া ও উঠতি বয়সের কিশোর যুবক ছাড়াও স্কুল কলেজ ফাঁকি দিয়ে জুয়া আসক্তির শিকার হচ্ছে শিক্ষার্থীরা। বিশেষ করে চায়ের দোকানগুলোতে খাটের উপর বসে দেদারছে এই জুয়ার আসর বসছে। এই নিয়ে চলছে সামাজিক নানা অশান্তি। অনেকেই এই জুয়ার খপ্পরে পড়ে নিঃস্ব হয়েছেন। নগত অর্থ ও স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র বিক্রি করে জুয়া খেলে সর্বশান্ত হয়েছেন। এলাকার সচেতন নাগরিকরা মোবাইলে লুডু খেলতে নিরুৎসাহিত করছে। তবে তাতে খুব একটা লাভ হচ্ছে না। জুয়া খেলা বন্ধ করতে মাঝে মধ্যে পুলিশ অভিযান চালাচ্ছে। তবে পুলিশ চলে গেলে আবারও ডিজিটাল এই জুয়া খেলছেন এলাকার মানুষ। মঙ্গলবার(২৫ জুলাই) সরেজমিনে উপজেলার কয়েকটি ইউনিয়ন ঘুরে দেখা গেছে, চায়ের দোকানে খাটের উপর থেকে ৪ জন একসঙ্গে বসে মোবাইল ফোনে লুডু জুয়া ও ফ্রি-ফায়ার গেম খেলছে। এমনকি বিভিন্ন বাসাবাড়ীতেও স্কুল পড়ুয়া কিশোর-তরুনেরা এ জুয়া খেলায় জড়িয়ে পড়ছে। এতে উঠতি বয়সের ছেলেরাই কর্মহীন অলস সময় কাটানোর মধ্য দিয়ে অধিক হারে এই জুয়ায় আসক্ত হয়ে পড়ছেন। জানা যায়, স্মার্ট ফোনে “লুডু কিংথ নামে একটি আ্যাপ ইনস্টল করে সর্বোচ্চ ৮ জন মিলে এ খেলা খেলতে পারেন। অনলাইন ও অফলাইনে এ খেলা চলছে। তবে অফ লাইনে এই খেলা একসঙ্গে ৪ জন খেলার প্রবণতা বেশি। ৪ জন মিলে একটি গেম খেলতে সময় লাগে প্রায় ৩০ মিনিট। প্রতি গেমে বাজি ধরা হয় ২০০ টাকা থেকে ৫০০ টাকা। কোনো কোনো ক্ষেত্রে টাকার পরিমাণ আরও বেশি হয়। ৪ জন মিলে খেললে যে লাষ্ট হবে সে ফাষ্ট হওয়া জনকে এই বাজির টাকা দেবে আর যে থার্ড হবে সে সেকেন্ড হওয়া জনকে বাজির টাকা দেবেন। সারাদিন এ খেলা চলতেই থাকে। এতে পরিবারগুলো যেমন আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে তেমনি জুয়ার টাকা জোগাড় করতে বিপথগামী হয়ে পড়ছে তরুণ ও কিশোররা। শুধু তাই নয়, মাঝে মধ্যে তারা জুয়ার টাকা জোগাড় করতে নানা অপকর্মে জড়িয়ে পড়ছে। মোবাইল ফোনে লুডুর কারনে প্রতিদিনই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়।অনেক যুবক আয়ের বড় অংশ লুডু গেমের আড়ালে জুয়া খেলে হারিয়ে ফেলছেন।এত সামাজিক অপরাধ বাড়ছে। একাধিক সূত্রে জানা যায়, উপজেলার ভিতরেই লাখ লাখ টাকার মোবাইল লুডু তে জুয়া খেলা হয়। সম্প্রতি সময়ে অ্যান্ড্রয়েড মুঠোফোন দিয়ে লুডু খেলা (জুয়া) ভয়াবহ আকার ধারণ করছে। চারজনের সাথে আরও দু-চারজন পরামর্শক সহ লুডু দিয়ে চলছে জুয়া খেলা। চায়ের দোকানদার আবু সাইদ বলেন, দোকানে খাটের উপর বসে মোবাইল বের করে ৪ জন মিলে মোবাইলে লুডু খেলে, অনেক্ষণ ধরে খেলা করলে তখন আমার বিড়ি, সিগারেট ও পান বেশি বিক্রি হয়। স্থানীয়রা বলেন, যুবসমাজ ধ্বংসের জন্য এখন মারাক্তক এক প্লাটফর্মের নাম অনলাইন জুয়া, যা বিষবাষ্পের মতো ছড়িয়ে পড়েছে পাড়া, মহল্লা , গ্রামাঞ্চলের চায়ের দোকান পর্যন্ত। এমন বিধ্বংসী খেলার নেশায় সর্বশান্ত হয়ে ভয়ঙ্কর ভাবে বেড়েছে সামাজিক অবক্ষয়। অর্থনৈতিক ভাবে সর্বশান্ত অনেক পরিবার। এর এটি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা এখনই গ্রহন করা প্রয়োজন। তা না হলে সমাজের রন্দ্রে রন্দ্রে মহামারির মত ছড়িয়ে পড়বে সামাজিক অপরাধ। আর এ সামাজিক অপরাধে অভিভাবকরা অনেকটাই দায়ী। কারন অপ্রাপ্ত বয়সে তারা সন্তানের হাতে স্মার্টফোন কিনে দিচ্ছেন, কিন্তু সন্তান সারাদিন ফোনে কি করছেন তার কোন নজরদারি কোন অভিভাবক করছেন না। এ ক্ষেত্রে অভিভাবকদের সচেতন হওয়া দরকার বলে মনে করেন তারা। শ্রীরামপুর গ্রামে জুয়ায় আসক্ত রমজান আলী বলেন, জুয়া খেলতে খেলতে অভ্যাস হয়ে গেছে এমনকি রক্তে এই জুয়ার আসক্ত হয়ে গেছে। এখন আর শত চেষ্টা করেও ছাড়তে পারছি না কি করব? অন্যদিকে তার স্ত্রী বলেন, আমার স্বামী ভাটায় কাজ করে ৬ মাস আর ৬ মাস বাড়ীতে বসে থাকে। বসে থাকা ৬ মাস ভাটা সরদারের কাছ থেকে দাদন নিয়ে প্রতি দিন হাজার হাজার টাকা জুয়া খেলে নষ্ট করছে। বাড়ীতে ছেলে মেয়ে না খেয়ে থাকে তাতে তার কোন চিন্তা থাকে না। আমি যদিও কোন জায়গা থেকে টাকা এনে চাউল আনতে দিলে দেখা যায় রাত ১২ টা বেজে গেছে সে এখনও বাড়ীতে আসে না। পরে দেখা যায় চাউলের টাকাও সে জুয়া খেলে শেষ করছে। আদালত সূত্র বলছে, অনলাইন জুয়ার সঙ্গে জড়িত এজেন্ট বা জুয়াড়িদের গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনি। কিন্তু অনলাইন জুয়া সংক্রান্ত স্পষ্ট আইন না থাকায় আসামিরা সহজেই জামিন পায়। কয়রা থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান বলেন, এ ধরনের জুয়া খেলায় হাতেনাতে কাউকে ধরতে পারলে তাকে আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে পুলিশের সজাগদৃষ্টি রয়েছে। সেজন্য নজরদারিও বাড়ানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com