স্টাফ রিপোর্টার \ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা প্রাচীরের সাথে ধাক্কা লেগে একজনের মৃত্যু হয়েছে। শনিবার বিকালে পৌরসভা এলাকার খড়িবিলায় দুর্ঘটনাটি ঘটে। নিহত শরিফুল (১৯) রইচপুর গ্রামের মোঃ বিল্লাল হোসেন ছেলে। জানা যায়, বিকালে শরিফুল মোটরসাইকেলে তিন বন্ধু নিয়ে সাতক্ষীরা শহরের দিকে আসার পথিমধ্যে খড়িবিলা নূরানী ক্যাডেট মাদ্রাসা এলাকায় পৌছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা প্রাচীরের সাথে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।