ডুমুরিয়া প্রতিনিধি \ খুলনার ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের টিপনা আঙ্গাদহ মাদ্রাসার প্রকাশ্যে নিলাম পুকুর বছরে ১লক্ষ টাকা রবিবার ১১মে বিকাল ৫টায় টিপনা আঙ্গাদহ মাদ্রাসার কক্ষে সরকারি পুকুর প্রকাশ্য নিলাম সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা খর্নিয়া ইউনিয়নের প্রশাসক চেয়ারম্যান রিসোর্স সেন্টারের ইন্সেক্টার মোঃ মনির হোসেন, উপস্থিত ছিলেন ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, ইউ সদস্য শেখ মহসিন হোসেন, টিপনা আঙ্গাদহ মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বাইজিদ হোসেন, শিক্ষক শেখ জাহিদুর রহমান, আব্দুস সালাম, সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য ৩বছরের জন্য প্রকাশ্য নিলাম ডাকে ৫জন অংশ গ্রহণ করেন, সর্বোচ্চ ডাকদাতা মোঃ এমদাদুল হোসেন মোড়ল তিনি প্রতিবছর এক লক্ষ টাকা ডাক প্রদান করেন সবার সম্মতি কর্মে এটা সিদ্ধান্ত হয় এক সপ্তাহের ভিতর এক বছরের এক লক্ষ টাকা অগ্রিম প্রদানের জন্য বলা হলো যদিও টাকা দিতে ব্যর্থ হয় তাহলে পুনরায় প্রকাশো নিলাম ডাক দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।