খলিষখালী (পাটকেলঘাটা) প্রতিনিধি \ পাটকেলঘাটার খলিষখালী এনায়েতপুর যুব কমিটি আয়োজিত স্থানীয় এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে গত রবিবার রাতে (১১ তম) বাৎসরিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে কুরআন ও হাদিসের আলোকে তাফসীর পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাছসিরে কুরআন হাফেজ মাওলানা বাইজিদ হোসাইন , হযরত মাওলানা মহররম বিলাহ (হুজাইফি) হযরত মাওলানা নুরুজ্জামান, হাফেজ মাওলানা মিজানুর রহমান, উক্ত তাফসীরুল-কুরআন-মাহফিলে সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোঃ মোজাফফর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোস্তাফিজুর রহমান পুলিশ সুপার পিপিএম বার। অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মোঃ সাজ্জাদ হোসেন, পাটকেলঘাটা থানা অফিসার্স ইনচার্জ কাঞ্চন কুমার রায়, অফিসার্স ইনচার্জ (তদন্ত) বাবলুর রহমান, স্থানীয় ক্যাম্প ইনচার্জ এসআই নূর হোসেন প্রমুখ। পুলিশ সুপার বলেন সমাজে ফেতনা, ফেছাদ ও বিশৃঙ্খলা সৃষ্টি কারীরা ইসলামের বন্ধু হতে পারে না। তারা ইসলামের শত্রু, ইসলাম শান্তির ধর্ম। এখানে বিশৃঙ্খলা সৃষ্টির কোন সুযোগ নেই । মাহফিল পরিচালনা করেন মাওলানা সাইফুল হাসান মিন্টু ও আতিয়ার রহমান।