দেবহাটা অফিস \ দেবহাটা থানা পুলিশের হাতে গ্রেফতার হয়েছে পুলিশের উপর হামলা চালিয়ে আসামী ছিনতাইয়ের হোতা, খলিসাখালীর চিহিৃত অস্ত্রবাজ, ভূমিদস্যুতা অন্তত আট মামলার আসামী রবিউল বাহিনীর প্রধান রবিউল ইসলাম গাজী (৩৫) গ্রেফতার হয়েছে। পুলিশ সূত্রে জানাগেছে শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানা ওসি (তদন্ত) তুহিনুজ্জামান, এসআই হাফিজুর রহমান এর নেতৃত্বে পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। দেবহাটা থানা ওসি বলেন দেবহাটায় অবৈধ অস্ত্রধারী, ডাকাতি, সন্ত্রাসী জবর দখল, ভূমিদস্যুতার বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স, খলিসাখালী এলাকায় অস্ত্রবাজি, পুলিশের উপর হামলা, চাদাবাজি সহ অস্থিতিশীলতায় রবিউল বাহিনী ছিল সক্রীয়। ভূমিদস্যু, অস্ত্রধারী, লুটপাটচক্রের প্রধান রবিউল ইসলাম গাজী গ্রেফতার হওয়ায় জনমনে স্বস্তি ফিরেছে।