বিশেষ প্রতিনিধি \ আশাশুনি উপজেলার খাজরায় সার্বজনীন বার্ষিক কালিপূজা ও কবিগান অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের তুয়ারডাঙ্গা উত্তরপাড়া কালিমন্দিরে মঙ্গলবার কালী পূজা ও বুধবার সকাল থেকে দিনব্যাপী এ কবিগানের আয়োজন করা হয়। কালিপূজা পরিচালনা কমিটির আয়োজনে শত শত ভক্তশ্রোতার উপস্থিতিতে কবিগান পরিবেশন করেন, কবিয়াল মনোরঞ্জন সরকার ও কবিয়াল মানস সরকার। পরিচালনা কমিটির সভাপতি দুর্গাপদ গাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গন্যামান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।