আশাশুনি প্রতিনিধি ॥ আশাশুনি উপজেলার খাজরায় নবপল্লব সংস্থার প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে খাজরা ইউনিয়ন পরিষদ হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়। ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় খাজরার প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দীনের সভাপতিত্বে সাবেক ইউপি সদস্য মোঃ জালাল মোড়লের সঞ্চলানায় কর্মশালায় আলোচনা করেন, প্রজেক্ট অফিসার জাকারিয়া রায়হান, সিনিয়র টেকনিক্যাল অফিসার মুক্তা রায় প্রমুখ। এসময় কমিউনিটি সুপারভাইজার রাহেলা আক্তার, রেহেনা খাতুন, এডমিনান ফিনান্স মঞ্জুরুল ইসলাম, ইউপি সদস্য তহমিনা খাতুন, হাসমত ঢালী, বিভিন্ন মসজিদের ইমাম, সমাজ সেবকসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।