শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে গেছে হাসিনার স্বৈরতন্ত্র: কূটনীতিকদের ইউনূস ভারতে নারী চিকিৎসককে ধর্ষণ-হত্যার প্রতিবাদে শাটডাউন কর্মসূচির ঘোষণা চিকিৎসকদের নলতা আহসানিয়া মিশন রেসিডেনসিয়াল কলেজের অধ্যক্ষের দুর্নীতি ॥ উত্তাল নলতা ॥ শিক্ষক কর্মচারীরা মতবিনিময় করলেন ডাঃ শহিদুল আলম ও চেয়ারম্যান আজিজুর রহমানের সাথে মহামারীর দ্বারপ্রান্তে গাজা আলোচনায় থাইল্যান্ড ॥ বন্দী থাকসিন মুক্ত হরিনগর বাজারে ক্ষতিগ্রস্ত দোকানদের মাঝে নগদ অর্থ প্রদান পাইকগাছায় একটি বাঁশের সাঁকো পারাপারে এলাকাবাসীর চরম ভোগান্তি মাথাভারি হচ্ছে প্রশাসনের ॥ বাড়ছে সরকারের দু:চিন্তা ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ এর পদত্যাগ দাবীতে-মানববন্ধন চাম্পাফুল ইউনিয়ন বিএনপির আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

খাজরা ও বড়দলের জলাবদ্ধতা নিরসনের দাবিতে জেলা প্রশাসক বরাবর আবেদন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪

বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনির খাজরা ও বড়দল ইউনিয়নের ১০ হাজার বিঘা জমির জলাবদ্ধতা নিরসন ও কৃষি জমিতে লবনাক্ততা হ্রাসের জন্য সংশ্লিষ্ট সরকারি খাল উন্মুক্তকরণের আবেদন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে হাজির হয়ে এলাকাবাসীর পক্ষে লিখিত আবেদন করেছেন নদী ও খাল সুরক্ষা নাগরিক কমিটির আহ্বায়ক ডা. নৃপেন্দ্র নাথ মণ্ডল। লিখিত আবেদনে জানা গেছে, গত আষাঢ় মাস থেকে অদ্যাবধি আশাশুনির খাজরা ও বড়দল ইউনিয়নের প্রায় ১০ হাজার বিঘা জমি অতিবর্ষণে প্লাবিত হয়ে আছে। এতে কয়েক হাজার হেক্টর জমির আমন ধানের চাষাবাদ বন্ধ হয়ে গেছে। পলি ভরাটের কারণে এলাকার পানি নিষ্কাশনের একমাত্র মাধ্যম কালকি স্লুইসগেটের পানি সরবরাহ বন্ধের উপক্রম হয়েছে। পলি অপসারনে সরকারি পদক্ষেপ গ্রহন করা হলেও তার সুফল পেতে আরো কয়েক বছর লেগে যাবে। যার ফলে জলাবদ্ধতায় এলাকার প্রান্তিক ও বর্গাচাষীরা চাষাবাদ বন্ধ করে রুটি- রুজির চিন্তায় হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। গত বর্ষায় এলাকার রাস্তাঘাট ও কাঁচা ঘরবাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্ষা মৌসুমে যোগাযোগ ও স্যানিটেশন ব্যবস্থা ভেঙে পড়ায় গ্রামের পর গ্রামে অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়। কালকি স্লুইসগেটের পানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় সংশ্লিষ্ট চেউটিয়া নদী, পবনার খাল ও দেয়াবর্ষিয়া খাল দিয়ে এলাকার পানি নিষ্কাশন হয়ে থাকে। কিন্তু ইজারা গ্রহীতারা খাল ৩টিতে নেটপাটা ও বাঁধ দিয়ে পানি সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় জলাবদ্ধ এলাকার পানি নিষ্কাশন হয়না। গত ১০ ফেব্র“য়ারি বিকালে উক্ত খালগুলো উন্মুক্ত করণের দাবিতে পশ্চিম খালিয়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন চেউটিয়া টু খাজরা সড়কে সহস্রাধিক ক্ষতিগ্রস্ত কৃষক সমবেত হয়ে মানববন্ধন কর্মসূচী পালন করেন এবং সম্মিলিত নদী ও খাল সুরক্ষা কমিটি গঠন করেন। খালের ইজারা গ্রহীতারা ও হাতে গোনা চিংড়ি চাষীরা খাল দিয়ে খোলপেটুয়া ও কপোতাক্ষ নদের লোনা পানি উত্তোলন করার ফলে এলাকার সবুজ বেষ্টনী ও জীব বৈচিত্র ধ্বংসের পথে। খাজরা ও বড়দল ইউনিয়নের প্রায় ১০টি মৌজার জমিতে আমন ধানের চাষ, বসতবাড়িতে শাক-সবজি চাষ সহ গাছ গাছালির ব্যাপক ক্ষতি হচ্ছে। উক্ত খালগুলো উন্মুক্ত করে দেয়া হলে হাজার হাজার বিঘার আমন ধানের ফসল, রাস্তাঘাট, ঘরবাড়ি, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও অন্যান্য মূল্যবান সম্পদ নষ্টের হাত থেকে রক্ষা পাবে। এর কোন ব্যত্যয় ঘটলে অতিবৃষ্টির ফলে গতবছরের মতো এবারও এই অঞ্চলের প্রায় ১০ হাজার বিঘার আমন ধানের চাষ সম্পূর্ণরুপে ব্যাহত হবে। তাই জনস্বার্থে উল্লেখিত খাল তিনটি উন্মুক্ত করতে এলাকার দরিদ্র কৃষিজীবী মানুষের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভূক্তভোগী এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com