আশাশুনি প্রতিনিধি \ আশাশুনির খাজরা ইউনিয়নে বে-সরকারি উন্নয়ন সংস্থা ও ঋন বিতরন সংস্থার মাসব্যাপি সেলাই প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল বিকালে খাজরা ইউনিয়ন পরিষদ চত্বরে পিপিইপিপি প্রকল্পের আওতায় উন্নয়ন প্রচেষ্টার খাজরার ২৫ জন স্বল্প আয়ের কর্মজীবি মহিলাকে সেলাই মেশিন দেয়া হয়। ইইউ ও পলী কর্মসহায়ক ফাউন্ডেশনের যৌথ সহযোগিতায় উন্নয়ন প্রচেষ্টার বাস্তবায়নে এ মাস ব্যাপি সেলাই প্রশিক্ষণ সমাপ্ত উপলক্ষে উন্নয়ন প্রচেষ্টার ঋণ সম্বন্বয়কারী গোলাম আজমের সভাপতিত্বে সমাপনি অনুষ্টানে ইউপি সদস্য (ভারপ্রাপ্ত চেয়ারম্যান) রামপদ সানা প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন। উন্নয়ন প্রচেষ্টার খাজরা শাখার শাখা ব্যবস্থাপক বিষ্ণুপদ পালের সঞ্চলনায় এসময় প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য হাসমত ঢালী, সাবেক ইউপি সদস্য মোঃ জালাল উদ্দীন মোড়ল, প্রোসপারিটি প্রকল্পের এরিয়া ম্যানেজার মোঃ হুমায়ন কবির প্রমূখ। এছাড়া দৈনিক দৃষ্টপাত পত্রিকার বড়দল প্রতিনিধি প্রভাষক শিবপদ সরকার জানান, বড়দল ইউনিয়নে বে-সরকারি উন্নয়ন সংস্থা উন্নয়ন প্রচেষ্টার উদ্যোগে মাস ব্যাপি সেলাই প্রশিক্ষণ শেষে ২৫ জন প্রশিক্ষণার্থী সেলাই মেশিন, ৫ জন প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও ৮ জন বয়ষ্কদের মাঝে সাদা ছড়ি (লাঠি) বিতরণ করা হয়েছে। উন্নয়ন প্রচেষ্টার সমন্বয়কারী এ এস এম মুজিবুর রহমান এর সভাপতিত্বে বিকালে বড়দল ইউনিয়ন পরিষদ হলরুমে মাস ব্যাপি সেলাই প্রশিক্ষণ কাজের সমাপ্তি অনুষ্ঠানে সেলাই মেশিন, হুইলচেয়ার ও লাঠি বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি ছিলেন বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা। বিশেষ অতিথি ছিলেন প্রকল্প সমন্বয়কারী হুমায়ুন কবির, এরিয়া ম্যানেজার মহিবুলাহ ফকির, টেকনিক্যাল ম্যানেজার বাশিরুল ইসলাম, ইউপি সদস্যা হাফেজা খাতুন তমা প্রমুখ।