এফএনএস বিদেশ : জম্মু ও কাশ্মীরের রামবান জেলায় ভারতীয় সেনাবাহিনীর একটি গাড়ি খাদে পড়েছে। এতে দেশটির অন্তত তিনজন সেনা নিহত হয়েছে। গতকাল রোববার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, নিহত সেনারা হচ্ছেন অমিত কুমার, সুজিত কুমার এবং মান বাহাদুর। ফুটেজে দেখা যাচ্ছে, ৭০০ ফুট গভীর খাদে ভারতীয় সেনাবাহিনীর গাড়ির ধ্বংসাবশেষ। এ ছাড়া দুর্ঘটনাস্থলে সেনাদের মৃতদেহ, তাদের জিনিসপত্র ও কিছু কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গাড়িটি জম্মু থেকে শ্রীনগরে যাচ্ছিল। পথিমধ্যে ব্যাটারি চাশমার কাছে স্থানীয় সময় সাড়ে ১১টায় দুর্ঘটনায় কবলে পড়ে। ভারতীয় সেনাবাহিনী, কাশ্মীর পুলিশ, এসডিআরএফ এবং স্থানীয় ভলান্টিয়াররা উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। এখনও উদ্ধার অভিযান চলছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।