বাংলাদেশ বরাবরই কৃষি প্রধান দেশ। আমাদের দেশের আবহাওয়া জলবায়ূ-ভু-প্রকৃতি সবই কৃষি সহনীয়। এদেশের মাটি দৃশ্যতঃ সোনার মাটি, মাঠে, বিলে, রাস্তার ধারে, বাড়ীর আশপাশের ভূমিতে যে কোন ফলের বিচি রোপন করলে গাছ জন্মায়। কৃষকরা বৃষ্টিতে ভিজে রৌদ্রে পুড়ে ফসল উৎপাদন করে। আমাদের দেশের কৃষকরা সত্যিকার অর্থে উৎপাদন মুখি। দেশ ইতিপূর্বে খাদ্য ঘাটতির দেশ হিসেবে পরিচিত থাকলেও বর্তমান সময় গুলোতে আমাদের দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ কেবল খাদ্যে স্বযংসম্পূর্ণ তা নয় বাংলাদেশ প্রতি বছর বিশ্ব বাজারে খাদ্য শষ্য রপ্তানীর মাধ্যমে কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা উপার্জন করে থাকে আর বৈদেশিক মুদ্রা উপার্জনের কারনে উক্ত অর্থ আমাদের জাতীয় অর্থনীতিতে যোগ হচ্ছে। দেশ কেবল খাদ্য শষ্য উৎপাদনে কাঙ্খিত ও যথাযথ ভূমিকা রেখে চলেছে তা নয় আমাদের দেশ নানান ধরনের মৌসুমী ফল উৎপাদনে চরম ভাবে সফল। বাংলাদেশের আম বর্তমান সময়ে বিশ্ব বাজারে রপ্তানী হচ্ছে। বর্তমান জ্যৈষ্ঠ মাস আর তাই গাছের ফল ক্রামান্বয়ে বাজারে আসতে শুরু করেছে। এদেশের মানুষের অতি প্রিয় এবং সৌন্দর্যমন্ডিত ফল হিসেবে লিচুর জুড়ি নেই। বর্তমান সময়ে বাজারে থোকা থোকা লিচু ক্রেতা তথা জনসাধারনের রসনা তৃপ্ত মেটাচ্ছে। আমাদের দেশের কৃষকরা রবিশষ্য উৎপাদনে এবং নানান ধরনের সবজি উৎপাদনে বিশেষ সফলতার পরিচয় দিচ্ছে। মুশুরী, খেসারী, শরিষা, পেয়াজ, রসুন, হলুদ, আদা উৎপাদনে দেশ এগিয়েছে সবজি হিসেবে পটল, কাচকলা, বাঁধাকপি, ছিম, বরবটি, খেরাই সহ বহুবিধ সবজি উৎপাদন করছে আমাদের দেশের কৃষকরা।