বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার নূরনগরে অসহায় সাইফুলের খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল ৯ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বেলা ১২ টায় নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইউনিয়নের কাটাখালি গ্রামের অসহায় সাইফুলের বাড়িতে খাদ্য সামগ্রী উপহার হিসেবে পৌঁছে দেওয়া হয়। ঘটনা সূত্রে জানা যায়, সাইফুল জীবিকা নির্বাহ করতে ইট ভাটায় কাজ করতে যায়। ভাগ্যের নির্মম পরিহাসে যেখানে ইট ভাটার মাটির টাল ভেঙে, মেরুদন্ডের হাড় ভেঙে যায়। টাকা পয়সার অভাবে ঠিকমতো চিকিৎসা না হতে পেরে, এখন পঙ্গু হয়ে হুইলচেয়ারে মানুষের কাছে সাহায্য চেয়ে কোন রকমে মানবতার জীবন জীবিকা নির্বাহ করছেন অসহায় সাইফুল। এই অসহায়ত্বের কথা জানতে পেরে, নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশন অসহায় সাইফুলের বাড়িতে খাদ্য সামগ্রী নিয়ে হাজির হয়। খাদ্য সামগ্রী উপহার হিসেবে ২৫ কেজি চাল, ৫ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুরের ডাল, ২ কেজি চিনি, ২ কেজি সাবানের গুঁড়া, ঝালের গুঁড়া ২৫০ গ্রাম, হলুদের গুঁড়া ২৫০ গ্রাম, সাবান, শ্যাম্পু ইত্যাদি সাইফুলের নিকট প্রদান করেন নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক শেখ আল মামুন। এসময় তিনি বলেন, আমরা সাইফুলের এই কষ্ট দূর করতে উক্ত ফাউন্ডেশন ক্ষুদ্র প্রচেষ্টা করেছে। দোয়া করবেন আমাদের জন্য যাহাতে আমরা আরও বেশি বেশি মানবতার কাজ করে যেতে পারি। যারা সহযোগিতা করেছেন সকলের প্রতি আমাদের অন্তরিক্ষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা। এসময় উপস্থিতি ছিলেন নূরনগর ক্যাটারিং সার্ভিসের পরিচালক মোঃ ফারুক হোসেন, উক্ত ফাউন্ডেশনের সদস্য শুভ সাহা, মোঃ হাফিজ প্রমুখ।