বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার খানজিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ১৩ আগস্ট শনিবার বেলা ১২টায় বিজ্ঞান শিক্ষায় উৎসাহ প্রদানের লক্ষ্যে শিক্ষার্থীদের সচেতনতায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামায়েত আলীর সভপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুল হান্নান। পবিত্র গীতা পাঠ করেন, পরিতোষ কুমার রায়। শুভেচ্ছা বক্তব্য রাখেন, মিডা বিজ্ঞান ক্লাবের সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র দাশ। এছাড়াও শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।