স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরার সদর উপজেলার খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল বর্ণাঢ্য আয়োজনে “জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ” উদ্বোধন করলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন ও সিভিল সার্জন হুসাইন সাফায়েত। শহর হতে দুরের গ্রামীন জনপদের বিদ্যালয়টি অপরুপ সাজে সেজেছিল এবং কোমলমতি শিক্ষার্থীদের উচ্ছল অবস্থান। খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে অনন্য সুন্দরের ছোয়ায় পরিনত হয়, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সিভিল সার্জন কে ক্ষুদে ডাক্তাররা কোমলমতি শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা জানান। জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্যগন, অভিভাবক এবং জনপ্রতিনিধিদের ব্যাপক উপস্থিতি ছিল লক্ষনীয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং প্রাথমিকের বাতিঘর খ্যাত মোঃ রুহুল আমীন বলেন আজকের শিক্ষার্থীরা আগামী দিনের বাংলাদেশ, আর আগামীর সুস্থ, স্বাভাবিক, স্বাস্থ্যবান বাংলাদেশ নির্মানে শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতন হতে হবে, স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে। তিনি ক্ষুদে ডাক্তার কার্যক্রম কে এগিয়ে নেওয়ার সর্বাত্মক সহযোগিতার কৃপনতা থাকবে না বলে জানান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শিবপুর চেয়ারম্যান আবুল কালাম, সহ অপরাপর অতিথিরা। সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক জাকির হোসেন, বর্ণাঢ্য ও আলোকিত আয়োজন করায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার প্রধান শিক্ষক সহ আয়োজকদের ধন্যবাদ জানান।