স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরা সদর উপজেলার খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেনের মোরসাইকেলের থাকা ব্যাগ বিদ্যালয়ের রেজুলেশন খাতা সহ গুরুত্বপূর্ণ কাগজ হারিয়েছে। গুনি এই প্রধান শিক্ষক মুনজিতপুর হয়ে পিটি আই চত্বরে জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতা স্থলে আসছিলেন। তিনি পিটি আই চত্বরে উক্ত শিক্সা পদক প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের রেজুলেশন খাতা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র হারানো বিষয়ে সাতক্ষীরা সদর থানায় সাধারন ডাইরি করেছেন জিডি নং ১১৪৮ তাং ১৮/০২/২০২৪। উল্লেখ্য প্রতিশ্র“তি শীল শিক্ষক জাকির হোসেন আশাবাদ ব্যক্ত কেেছন যেহেতু বিদ্যালয়ের রেজুলেশন খাতা ও গুরুত্বপূুর্ণ কাগজ পত্রাদি অন্যদিকে আমাদের অগনিত শিক্ষক উক্ত সড়ক ও পিটিআই চত্বরে অবস্থান করছিলেন আমি সদর থানায় সাধারন ডাইরি করার পাশাপাশি বিভিন্ন ভাবে খুজছি। পুলিশীূ সহযোতিা ও ভবিষ্যতের জন্য ডাইরি ভুক্ত করেছি।