প্রতাপনগর (আশাশুনি) প্রতিনিধি \ আশাশুনি উপজেলার প্রতাপনগর গ্রামে বিষ প্রয়োগ করে তিনটি গরু হত্যার অভিযোগ উঠেছে। এতে খামারি দিলীপ বিশ্বাসের প্রায় দুই লক্ষ্য টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় ১২ জানুয়ারি রবিবার দিলীপ কুমার বিশ্বাস বাদী হয়ে আশাশুনি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। গত ৯ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা রাতে প্রতাপনগর মধ্য প্রামাণিক পাড়ায় এ ঘটনা ঘটে। পরিবারের প্রধান সম্বল তিনটি গরু হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন খামারী দিলীপ কুমার বিশ্বাস। হত্যার শিকার তিনটি গরুর মূল্য প্রায় ২ লক্ষ্য টাকা। খামারী দিলীপ কুমার বিশ্বাস অভিযোগে উল্লেখ করেন, বুধবার ৮ জানুয়ারি বিকাল ৫ টার দিকে আমার সবজিক্ষেত থেকে ওলকপি ও ফুলকপির পাতা কাটিয়া আমার বসত বাড়ী সংলগ্ন গোয়ালঘরের পাশে রাখি৷পরদিন ৯ জানুয়ারি বৃহস্পতিবার বেলা অনুমানিক ২ টার সময় উক্ত পাতাগুলো ৬টি গরুর খাওয়ার পাত্রে খেতে দিই। আমার ৬টি গরুর মধ্যে প্রথমে একটি গাভী গরু, একটি বকনা গরু ও একটি এঁড়ে গরু উক্ত পাতাগুলোর পাত্রের উপরের অংশের কয়েকটি পাতা খাওয়া মাত্রই ৩টি গরু অসুস্থ্য হইয়া পড়ে এবং তৎপর সময়ে মুখ দিয়ে গেঁজা বের হতে থাকে। আমি তাৎক্ষণিক পশু চিকিৎসক জিয়াদ আলীকে এ ঘটনা বলে চিকিৎসার জন্য দ্রুত তাকে আসতে বলি। চিকিৎসক আসতে না আসতেই গরু তিনটি মৃত্যুর কোলে ঢলে পড়ে যায়। তিনি গরুগুলো দেখে বলেন গরুগুলো বিষাক্ত কিছু খেয়েছে। যার কারণে গরুগুলো মারা গেছে। খামারে বেঁচে থাকা অন্য তিনটি গরুকে তিনি প্রাথমিক চিকিৎসা দেন। এ বিষয়ে গরু খামারি দিলীপ কুমার বিশ্বাস অজ্ঞাতনামা বিবাদী/বিবাদীরা পূর্ব শত্রুতার জের ধরে আমার অজান্তে আমার গরুর খাদ্যে বিষ প্রয়োগ করে অনুমানিক এক লক্ষ আশি হাজার টাকা মুল্যের ০৩টি গরু হত্যা করে আমাকে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ করেছে। এমতাবস্থায় আমি আইনের সহায়তা প্রার্থনা করছি মর্মে আশাশুনি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এবিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু দাউদ ঢালী ঘটনা স্থলে যান এবং তিনি জানান খাবারের সাথে বিষ মাখিয়ে পশু হত্যা খুবই নিকৃষ্টতম কাজ। এছাড়া ভুক্তভোগীকে বলেন তাদের কোনো সন্দেহ ভাজন ব্যাক্তি থাকলে তাদের নাম জানতে চাই। তারা কোনো নাম বলতে না পারায় এখনো কোনো ব্যবস্থা গ্রহণ করতে পরিনি। তবে এমন জঘন্যতম ঘটনা যারা ঘটিয়েছে তা খুঁজে বের করার চেষ্টা করছি। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নোমান হোসেন জানান এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। প্রকৃত ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।