এফএনএস স্পোর্টস: শ্রীলঙ্কা সফরে গিয়ে শুধু খারাপ খবরই শুনছে অস্ট্রেলিয়া। চোটের কারণে হারাচ্ছে একের পর এক মূল একাদশের খেলোয়াড়। সবশেষ চোটে ছিটকে গেছেন স্টিভেন স্মিথ। শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে নেই তিনি। তবে সুখবর আছে একটা। চোট কাটিয়ে কলম্বোর ওয়ানডেতে ফিরেছেন মিচেল মার্শ। স্মিথের তিন নম্বরে জায়গা হয়েছে তার। দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার রান তাড়া করতে নেমে চোটে পড়েন স্মিথ। পায়ের চোটে তৃতীয় ওয়ানডে থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা ছিল। হয়েছে তা-ই। কলম্বোর ম্যাচে নেই এই ব্যাটার। যদিও ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, তার চোট গুরুতর নয়। শেষ দুটি ওয়ানডেতে সাবেক অধিনায়ককে দেখা যেতে পারে। একই সঙ্গে টেস্ট সিরিজে তাকে পাওয়া নিয়ে সংশয় নেই। স্মিথের জায়গায় ফিরেছেন মার্শ। চোট আক্রান্ত অস্ট্রেলিয়ানদের মধ্যে সবার আগে মাঠে ফিরলেন এই অলরাউন্ডার। টি-টোয়েন্টি সিরিজ চলাকালীন কাফ ইনজুরিতে পড়েছিলেন মার্শ। শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়ার একাদশে নেই প্যাট কামিন্স। না, তিনি চোটে পড়েননি। আসলে অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট এই পেসারকে বিশ্রাম দিয়েছে। তার জায়গায় ফিরেছেন ঝাই রিচার্ডসন। ফলে চোট আক্রান্ত মিচেল স্টার্কের ফেরার সময়টা আরও দীর্ঘ হলো। অস্ট্রেলিয়া একাদশ: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, মার্নাস লাবুশেন, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), ট্র্যাভিস হেড, গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন, ঝাই রিচার্ডসন, ম্যাথু কুনেম্যান, জশ হ্যাজেলউড।