সোমবার, ০৭ জুলাই ২০২৫, ১২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তি আলোচনার পর ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালালো রাশিয়া সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭ যে কারণে ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে পাকিস্তান: রিপোর্ট ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ—মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি যে কারণে পেনাল্টি নেননি হালান্ড

খারাপ সময়ে বাবরের পাশে দাঁড়ালেন হাসান আলী

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

নিউজিল্যান্ড সফরে তিন ম্যাচের দুটিতেই হাঁকিয়েছেন অর্ধশতক। প্রথম ওয়ানডেতে ৭৮, তৃতীয় ওয়ানডেতে ৫০। তারপরও সমর্থকদের মন ভরাতে পারেননি বাবর আজম। বিশেষ করে সমর্থকরা হতাশ তার পিএসএল পারফরম্যান্স নিয়ে। এবার পাশে পেলেন করাচি কিংসের হয়ে খেলতে থাকা হাসান আলীকে। যার কাছে বাবর এখনও ‘কিং’। নিকট অতীতে বাবরকে কিং হিসেবে আখ্যায়িত করে সমালোচিত হয়েছিলেন হাসান। সমর্থকদের মতে, বাবরের পারফরম্যান্স মোটেও রাজাসুলভ নয়। এবার এ নিয়ে মুখ খুলেছেন করাচির সহ-অধিনায়ক। হাসান বলেন, ‘বাবর আমাদের সেরা খেলোয়াড়। সে ঘুরে দাঁড়াবে। আমরাই বাবরকে কিং বানিয়েছি। আমরাই আবার তাকে নিচে নামাচ্ছি। আমি বলেছিলাম কিং ভালো করবে- এটা যদি কাউকে কষ্ট দিয়ে থাকে আমি ক্ষমাপ্রার্থী। তবে আমি আগের অবস্থানেই আছি।’ এদিকে পাকিস্তানে ক্রিকেটারদের নিয়ে যেভাবে খোলামেলা সমালোচনা হয়, তা অনেক সময়ই ক্রিকেটারদের কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। কখনও তাদের পরিবারেরও। হাসান বলেন, ‘সমালোচনা উন্নতির জন্য ভালো ব্যাপার। তবে যদি পরিবার নিয়ে বলা হয়, এটা সবাইকে কষ্ট দেয়। জানি, পাবলিক ফিগার হিসেবে আমরা সবসময় আতশি কাঁচের নিচে থাকি। তবে আমাদের কাজ হলো পারফরম্যান্স দিয়ে সাড়া দেওয়া।’ হাসান আলীর করাচি তাদের সবশেষ ম্যাচে হেরেছে রিশাদ হোসেনদের কাছে। হাসান অবশ্য নিজের পারফরম্যান্স, ভবিষ্যৎ আর পিএসএলে দলের যাত্রা নিয়ে এখনও আশাবাদী। তিনি বলেন, ‘আমি এখনও তরুণ। নিজের সামর্থ্যর ওপর বিশ^াস আছে। পারফরম্যান্সই বলবে ভবিষ্যতে আন্তর্জাতিক ক্রিকেটে আমার উপস্থিতি কেমন হবে। আমরা দ্রæত উইকেট হারিয়েছি। পার্টনারশিপ গড়তে পারিনি, চাপও ক্রমেই বেড়েছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com