নিউজিল্যান্ড সফরে তিন ম্যাচের দুটিতেই হাঁকিয়েছেন অর্ধশতক। প্রথম ওয়ানডেতে ৭৮, তৃতীয় ওয়ানডেতে ৫০। তারপরও সমর্থকদের মন ভরাতে পারেননি বাবর আজম। বিশেষ করে সমর্থকরা হতাশ তার পিএসএল পারফরম্যান্স নিয়ে। এবার পাশে পেলেন করাচি কিংসের হয়ে খেলতে থাকা হাসান আলীকে। যার কাছে বাবর এখনও ‘কিং’। নিকট অতীতে বাবরকে কিং হিসেবে আখ্যায়িত করে সমালোচিত হয়েছিলেন হাসান। সমর্থকদের মতে, বাবরের পারফরম্যান্স মোটেও রাজাসুলভ নয়। এবার এ নিয়ে মুখ খুলেছেন করাচির সহ-অধিনায়ক। হাসান বলেন, ‘বাবর আমাদের সেরা খেলোয়াড়। সে ঘুরে দাঁড়াবে। আমরাই বাবরকে কিং বানিয়েছি। আমরাই আবার তাকে নিচে নামাচ্ছি। আমি বলেছিলাম কিং ভালো করবে- এটা যদি কাউকে কষ্ট দিয়ে থাকে আমি ক্ষমাপ্রার্থী। তবে আমি আগের অবস্থানেই আছি।’ এদিকে পাকিস্তানে ক্রিকেটারদের নিয়ে যেভাবে খোলামেলা সমালোচনা হয়, তা অনেক সময়ই ক্রিকেটারদের কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। কখনও তাদের পরিবারেরও। হাসান বলেন, ‘সমালোচনা উন্নতির জন্য ভালো ব্যাপার। তবে যদি পরিবার নিয়ে বলা হয়, এটা সবাইকে কষ্ট দেয়। জানি, পাবলিক ফিগার হিসেবে আমরা সবসময় আতশি কাঁচের নিচে থাকি। তবে আমাদের কাজ হলো পারফরম্যান্স দিয়ে সাড়া দেওয়া।’ হাসান আলীর করাচি তাদের সবশেষ ম্যাচে হেরেছে রিশাদ হোসেনদের কাছে। হাসান অবশ্য নিজের পারফরম্যান্স, ভবিষ্যৎ আর পিএসএলে দলের যাত্রা নিয়ে এখনও আশাবাদী। তিনি বলেন, ‘আমি এখনও তরুণ। নিজের সামর্থ্যর ওপর বিশ^াস আছে। পারফরম্যান্সই বলবে ভবিষ্যতে আন্তর্জাতিক ক্রিকেটে আমার উপস্থিতি কেমন হবে। আমরা দ্রæত উইকেট হারিয়েছি। পার্টনারশিপ গড়তে পারিনি, চাপও ক্রমেই বেড়েছে।’