বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ১২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা শহর জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে জেলে বাওয়ালীদের লাইফ জ্যাকেট বিতরণ ও রেসকিউ বোটের উদবোধন খালেদা জিয়ার বিদেশ যাত্রা : রাস্তায় মানুষের ঢল কালিগঞ্জে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্র’র সাথে অনৈতিক কাজের অভিযোগ শ্যামনগরে এসওডির উপর পুনরূজ্জীবিতকরণ রিফ্রেশার্স প্রশিক্ষন অনুষ্ঠিত কেশবপুরের হাসানপুরে তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ শীর্ষক কর্মশালা, সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত আশাশুনি সিএস ও এসএ ম্যাপ অনুযায়ী নদী খননের দাবীতে মানববন্ধন কলারোয়ায় যুবদলের কর্মী সমাবেশ কলারোয়ায় স্কাউটস এর ত্রি—বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত শ্যামনগরে বিদ্যুতের তার জড়িয়ে কৃষকের মৃত্যু

খালেদা জিয়ার বিদেশ যাত্রা : রাস্তায় মানুষের ঢল

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫

এফএনএস \ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশে গুলশানের বাসভবন ফিরোজা থেকে বের হওয়ার পর রাস্তায় নেতাকর্মীদের সাথে জনতার ঢল নেমেছে। এ সময় গাড়ি বহর ছেড়ে দিতে বিএনপির চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্সকে (সিএসএফ) হিমশিম খেতে দেখা গেছে। মঙ্গলবার রাত ৮টা ১৬ মিনিটে বাসা থেকে বের হন তিনি। বাসা থেকে গুলশান গোল চত্বরে পার হয় ৯টা ৫ মিনিটে। প্রায় আধা কিলোমিটার রাস্তায় সরেজমিনে দেখা যায়, রাস্তায় নেতাকর্মীর সাথে জনতার ঢল নেমেছে, গাড়ি বহর ছেড়ে দিতে বিএনপির চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্সকে ( সিএসএফ) হিমশিম খেতে দেখা গেছে। সেইসাথে নেতাকর্মীরা স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করতে দেখা গেছে। এক নজর দেখতে নানা বয়সী মানুষ রাস্তায় দাঁড়িয়ে হাত নাড়াচ্ছেন, অনেকে মোবাইল দিয়ে ভিডিও করতে দেখা গেছে, অনেকে রিস্ক নিয়ে খালেদা জিয়ার গাড়ি ধরে ছবি তুলতে দেখা গেছে। বিকেল থেকেই গুলশানের বাসা ফিরোজার সামনে নেতাকর্মীদের ঢল নামে। রাত ৮টা ১২ মিনিটে যখন বাসভবনের গেট খুলে দেয়া হয় তখন নেতাকর্মীরা উচ্ছ্বাসিত হয়ে ওঠেন, এ সময় তারা খালেদা জিয়া, খালেদা জিয়া স্লোগানে এলাকা মুখরিত করে তোলেন। এ সময় নেতাকর্মীরা খালেদা জিয়াকে বহনকারী গাড়িটি ধরে স্লোগান দিতে থাকেন। বাসা থেকে মূল রাস্তায় যেতে সময় লাগে প্রায় ১৫ মিনিটেরও বেশি। দেখা গেছে, খালেদা জিয়ার গাড়িবহরে সামনে তিনটি গাড়ি এবং পেছনে একটি আইসিসিইউ সম্বলিত একটি অ্যাম্বুলেন্স দেখা গেছে। বিএনপি নির্দেশনা থেকে জানা গেছে, খালেদা জিয়ার গাড়ি গুলশান গোল চত্বর হয়ে বনানীর কাকলী চত্বর হয়ে বিমানবন্দরে যাবে। প্রতিটি মোড়ে মোড়ে নেতাকর্মীদেরকে সুশৃঙ্খলভাবে অবস্থান নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে দলের পক্ষ থেকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com