শনিবার, ১৮ মে ২০২৪, ০৬:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় ১ ভ্যান চালকের করুন মৃত্যু সাতক্ষীরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা শ্যামনগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত কদমতলা পি ডি কে মিতালী সংঘের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত আবারও ছড়িয়ে পড়েছে তাপদাহ ঃ আবহাওয়ার সুখবর নেই হামাসের হামলায় বার দখলদার সেনা নিহত ঃ আহত পঞ্চাশ খানপুর ছিদ্দিকীয়া এতিমখানা পরিদর্শন করলেন উপজেলা নির্বাহি কর্মকর্তা প্রতাপনগরে ২ দিন ব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল বিষ্ণুপুর ২দিন ব্যাপি মাহফিল সম্পন্ন কবি মানিক ঘোষের পিতা-মাতার স্মারণে বিশেষ প্রার্থনা

খালেদা জিয়কে বিদেশ যেতে অনুমতি দিতে ভয় পাচ্ছে সরকার -ফখরুল

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২

এফএনএস: খালেদা জিয়া মুক্ত হলে সামাল দেওয়া যাবে না ভেবে সরকার তাকে বিদেশে যাওয়ার অনুমতি দিতে ভয় পাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, খালেদা জিয়া এ মুহূর্তে কারাগারে অন্তরীণ না হলেও গৃহ অন্তরীণ রয়েছেন। গতকালও (গত সোমবার) স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে যেতে হয়েছে। ডাক্তার চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার কথা বললেও সরকার অনুমতি দিচ্ছে না। কারণ এ সরকারের ভয় খালেদা জিয়া বের হলে তাকে সামাল দেওয়া যাবে না। গতকাল মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে শিক্ষাবৃত্তি ও আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে গত ৯ বছরে গুম, খুনের শিকার নেতাকর্মীদের মধ্যে ১৪টি পরিবারকে আর্থিক অনুদান ও এককালীন শিক্ষাবৃত্তি দেওয়া হয়। জাতীয়তাবাদী হেল্প সেল এ অনুষ্ঠানের আয়োজন করে। ফেনী, ভোলা, চট্টগ্রাম ও নেত্রকোনার ক্ষতিগ্রস্তদের পরিবারের সদস্যদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গণতন্ত্র চায় এমন মানুষ দেশে এখন কেউ নিরাপদ নয় মন্তব্য করে ফখরুল বলেন, তারেক রহমানের নেতৃত্বে আমরা জেগে উঠছি। সবাইকে জেগে উঠতে হবে। নেতাকর্মীদের ত্যাগ ও অশ্র“ বৃথা যেতে দেওয়া হবে না। আন্দোলনের মাধ্যমে ভয়াবহ এ দানবীয় সরকারকে হটাতে হবে। তিনি বলেন, চলমান কর্মসূচির অংশ হিসেবে গতকাল (গত সোমবার) থেকে গ্রামপর্যায়ে বিএনপির আন্দোলন শুরু হয়েছে। সেই আন্দোলনে মানুষ রাস্তায় নামতে শুরু করেছে। হত্যা, গুম, নির্যাতনের পরও বিএনপিকে দমাতে ব্যর্থ হওয়ায় শেখ হাসিনার সরকারের বড় ক্ষোভের জায়গা। উন্নয়নের নামে জনগণের পকেট কেটে নিজেদের পকেট ভরছে মন্তব্য করেন মির্জা ফখরুল বলেন, এ অনির্বাচিত দানবীয় সরকারকে পরাজিত করতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দলের গুম, খুন নির্যাতনের শিকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসন করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com