বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৪:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইছামতির ভাঙ্গনে মৃত্যুমুখে দেবহাটার রূপসী ম্যানগ্রোভ পারুলিয়া বড়শান্তা সড়ক নির্মাণে অনিয়মের ছোয়া \ কর্তৃপক্ষ কি বলবেন? ঠিকাদারের গাফিলতিতে অতিষ্ট এলাকাবাসী ইসলামী ব্যাংকের উদ্যোগে পল্লী উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি পুকুরে গোসল করতে নেমে যুবকের মৃত্যু নিয়ন্ত্রন হারিয়ে যাত্রীবাহি বাস ধান ক্ষেতে \ পথচারী নারীর মৃত্যু একটি জাতিকে উন্নত শিখরে পৌঁছে হলে শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে হবে- ডাঃ আব্দুল মজিদ পাইকগাছায় পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে বনজীবীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা আশাশুনি প্লাস্টিক ও পলিথিন দুষণ প্রতিরোধে গণশুনানি আশাশুনি মার্কেট লিংকেজ ও ভ্যালু চেইন নেটওয়ার্ক গঠন

খাস জমি উদ্ধার ও অবৈধ ভবন উচ্ছেদ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরা মেডিকেল কলেজ এলাকায় সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে গড়ে তোলা অবৈধ ট্রাক টার্মিনাল ভবন গুঁড়িয়ে দিয়েছে সাতক্ষীরা জেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা শহরের অদূরে বাঁকাল এলাকার ট্রাক টার্মিনালে এ অভিযান পরিচালনা করা হয়। সাতক্ষীরা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্টে্রট মোস্তাক আহমেদের নেতৃত্বে বিশেষ এ অভিযান পরিচালিত হয়। এ সময় সড়ক বিভাগের জায়গা দখল করে জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আব্দুস সবুর কর্তৃক অবৈধভাবে গড়ে তোলা দুতলা একটি ভবন বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়ে জমি অবৈধ দখলদারমুক্ত করা হয়। এ সময় অবৈধ দখলকারী অন্যান্যদের সতর্ক করা হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, আজকে আলিপুর ইউনিয়নে সরকারি জমি উদ্ধারকল্পে বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। এ সময় আলিপুর মৌজার খাস খতিয়ানভুক্ত ২ দশমিক ২৪ একর, পানি উন্নয়ন বোর্ডের শূন্য দশমিক ৮৪ একর এবং সড়ক ও জনপথের ১ দশমিক ১১ একর জমি উদ্ধার করা হয়েছে। উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার পারভেজ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সালাউদ্দিন, সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের সদস্যরা, পুলিশের প্রতিনিধি, শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com