শামীম হোসেন পদ্মপুকুর শ্যামনগর থেকেঃ শ্যামনগর উপজেলা পদ্মপুকুর ইউনিয়নে বাইনতলা হইতে খুটিকাটা শত বছরের সেই পুরাতন রাস্তার কাজের উদ্বোধন হয়েছে। গতকাল বেলা ১১টাই বাইনতরা হতে খুটিকাটা রাস্তার উদ্বোধন হয়। এ রাস্তা খুটিকাটা, চন্ডিপুর, , ছোট চন্ডিপুর,সোনাখালি,পাতাখালি, এবং পার্শ্ববর্তী কয়রা উপজেলায় যাতায়াত করার জন্য হয়ে আসছে। ইউপি সদস্য মোঃ লিয়াকত হোসেন খোকন,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলার নির্বাহি অফিসার মোঃ মমিনুর রহমান।উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ আমজাদুল ইসলাম আমজাদ। ইউপি সদস্য বৃন্দ মোঃ মফিজুল ইসলাম, মোঃ হাফিজুল ইসলাম, মোঃ জামাল হোসেন। মহিলা ইউপি সদস্য শুক্কুরী রানী, সকলের উপস্থিতিতে শত বছরের ঐতিহ্য ফিরে পেল বাইনতলা ও খুটিকাটা চন্ডিপুরের মানুষ।