শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৪:৩৭ পূর্বাহ্ন

খুব্দিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জমি অবৈধ দখলের অভিযোগ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২২ অক্টোবর, ২০২৩

কালিগঞ্জ ব্যুরোঃ কালিগঞ্জ উপজেলার ধলবাড়ীয়া ইউনিয়নের খুব্দিপুর সরকারী পাথমিক বিদ্যালয়ের জমি অবেধ দখলদ্বারিত্বের কবলে বলে অভিযোগ উঠেছে। বর্তমানে প্রতিষ্ঠানটি জায়গায় মাথা করে দাঁড়িয়ে আছে। সরেজমিনে যেয়ে দেখা গেছে কালিগঞ্জের খুব্দীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি অবৈধ দখলের অভিযোগের ভিত্তিটির সত্যতা মেলে। বিষটি নিয়ে স্থানীয় বাসিন্দা ও ম্যানেজিং কমিটির সদস্য স ম আব্দুর রশিদের পোতা মোঃ মুজিবুর রহমান দৈনিক দৃষ্টিপাতকে জানান, ধলবাড়িয়া ইউনিয়নের খুব্দীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি অবৈধ পন্থায় রেকর্ডভুক্ত করা হয়েছে। বিদ্যালয়ের জমি অবৈধ দখলদারদের কবল থেকে মুক্ত করতে জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করেছেন ম্যানেজিং কমিটির সদস্য স.ম.আব্দুর রশিদ। লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৩৪ সালে এলাকার শিশুদের সুশিক্ষার লক্ষ্যে খুব্দীপুর প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হয়। স্কুল ম্যানেজিং কমিটি লিখিত আবেদন করলে তৎকালীন কাঠুনিয়ার জমিদারগণ সিএস ২০৪ দাগ ও ১২৭ দাগের আংশিক ১৩৫৭বঙ্গাব্দে লিখিত আমলনামার মাধ্যমে মোট .৫০ শতাংশ জমি স্কুলের নামে বন্দোবস্ত দেন। পরবর্তীতে উক্ত আমলনামার বনিয়দে এস এ রেকর্ড পূর্ব পাকিস্তান প্রদেশ এর পক্ষে কালেক্টরেট সাতক্ষীরার নামে ১নং খতিয়ানে রেকর্ডভুক্ত হয়। এর মধ্যে ১২৭ দাগের জমির উপর বিদ্যালয় ভবন রয়েছে। বিদ্যালয় কতৃপক্ষের অসচেতনার কারণে বিদ্যালয় সংলগ্ন ২০৪ দাগের ৩২ শতক জমি অবৈধভাবে দখল করে ছলচাতুরির মাধ্যমে হাল,রেকর্ড করে। খুব্দীপুর গ্রামের কিছু স্বার্থন্বেসী মহল। স্কুলের নামে ১০ শতক রেকর্ড হলেও তারা দখলে রেখেছেন। সম্প্রতি বিদ্যালয়ের সীমানা প্রাচীর ও সম্প্রসারিত ভবন নির্মাণের উদ্যেগ নিলে বাঁধা হয়ে দাড়িয়েছে অবৈধ দখলকারিরা। এমতাবস্থায় বিদ্যালয়ের সম্পত্তি উদ্ধারের জন্য জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করেছেন ম্যানেজিং কমিটির সদস্য স.ম.আব্দুর রশিদ। বিষয়টি তদন্তপূর্বক বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশনা প্রদান করা হয়েছে। পরবর্তীতে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা তদন্তপূর্বক প্্রতিবেদন দাখিলের জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আজাহার আলীর উপর দায়িত্ব অর্পণ করেছেন। খুব্দীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি অবৈধ দখলমুক্ত করে বিদ্যালয়ের অনুকূলে রেকর্ডভুক্তকরণ ও তঞ্চকতার মাধ্যমে রেকর্ড করার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষাথী, অভিভাবক ও এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, জেলা শিক্ষাকর্মকর্তা, উপজেলা শিক্ষা কমিটির সভাপতি উপজেলা চেয়ারম্যান সহ উদ্ধতন কর্তৃপক্ষের সুদিষ্টি ও হস্তক্ষেপ কামানা করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com