শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৪:০০ অপরাহ্ন

খুব্দীপুর টু খড়িতলা ইট সোলিং এর রাস্তা সংলগ্ন পুকুরগুলি এখন মরণফাঁদ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩

রতনপুর (কালিগঞ্জ) প্রতিনিধি ॥ কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের খুব্দীপুর টু মাছরাঙ্গা ভায়া খড়িতলা ইট সলিং রাস্তা দুইপাশের পুকুরগুলি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। খুব্দীপুর গ্রামে বসবাসরত কলেজ ছাত্র মোঃ নাজমুস সাকিব মাতারি, গ্রাম্য ডাঃ আব্দুর রহমান, সমাজসেবক ও ব্যবসায়ী রুহুল আমিন, কাপড় ব্যবসায়ী নুরুল ইসলাম, মোঃ লুৎফর রহমান, ডাঃ আমজাদ হোসেন এই প্রতিনিধি জানান, ডালখোলা মাঠ সংলগ্ন শাহাদত ও সুরত আলীর পুকুর, খুব্দীপুর কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন পুকুর, রফিকুল ইসলাম এর ঘের, মাছরাঙ্গা ব্রিজ সংলগ্ন সরকারি খাস খাল পাড়ের ইটের রাস্তার ইট ধ্বসে পুকুরে নেমে রাস্তা চিকন হয়ে মৎস্য ও ধান বহনের ভ্যান চলাচল আর পথচারীদের যাতায়াতে বিঘ্ন ঘটছে। প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিশুদের, মসজিদে মুসল্লিরা যাতায়াতে কষ্ট পাচ্ছে। ডেলিভারি রোগী বহন আর মুমূর্ষ রোগী দ্রুত চিকিৎসায় অ্যাম্বুলেন্স সেবা থেকে বঞ্চিত হচ্ছে। দ্রুত রাস্তার পাশে পুকুর গুলির পাড় পাইলিং দাবি ভুক্তভোগী মহলের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com