রতনপুর কালিগঞ্জ প্রতিনিধি ॥ কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের ২৬ নম্বর খুব্দীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। কালিগঞ্জ উপজেলার কৃষকলীগের সভাপতি মোঃ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ক্রীড়া ভাষ্যকার সহকারী শিক্ষক মোঃ ইসমাইল হোসেন মিলন, ইউপি সদস্য এসএম গোলাম ফারুক, ইউপি সদস্যা সুফিয়া খাতুন,সাবেক ইউপি সদস্য আব্দুল বারী তরফদার, শিক্ষা অনুরাগী সদস্য আব্দুল খালেক, পি ডি কে মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক খগেন্দ্র নাথ গায়েন, বিশিষ্ট সমাজসেবক ফজলুর রহমান, কাটুনিয়া মাদ্রাসার শিক্ষক আজমাইন হোসেন,ম্যানেজিং কমিটির সদস্য স,ম আব্দুর রশিদ, ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মহসিন কবীর উপস্থিত ছিলেন। এ ছাড়াও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সন্ধ্যা রানী বিশ্বাস,রোজিনা খাতুন, হোসনে আরা খাতুন, জাহানারা খাতুন, শাহরিয়ার ইয়াসমিন ,রায়হান শরীফ, আইনুল হক, অনুষ্ঠানে ফলাফল প্রকাশ করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সন্ধ্যা রানী বিশ্বাস। অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সাহিত্যিক আইনুল হকের কন্যা মালিহা হক প্রথম শ্রেণীতে প্রথম ও ফারিহা হক পঞ্চম শ্রেণীতে প্রথম হয়েছে। এছাড়া দ্বিতীয় শ্রেণীতে আনিকা রহমান তৃতীয শ্রেণিতে রোজা নিশাদ ও চতুর্থ শ্রেণীতে জুলিয়া আক্তার প্রথম হয়েছে।নম্র ভদ্রতার জন্য পুরস্কার পেয়েছেন খাদিজা খাতুন। সচেতন অভিভাবক হিসেবে পুরস্কার পেয়েছেন আজিবর রহমান ও মারুফা খাতুন।