এফএনএস: কক্সবাজারে বাস্তবায়নাধীন জলবায়ু উদ্বাস্তুদের বিশেষায়িত আশ্রয়ণ প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ। গতকাল শনিবার দুপুরে সেনাপ্রধান খুরুশকুল আশ্রয়ণ প্রকল্পে পৌঁছালে প্রকল্পের সার্বিকচিত্র তুলে ধরেন ৩৪ কনস্ট্রাকশন ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাসুদুর রহমান। সেনাপ্রধান বলেন, কক্সবাজারে জলবায়ু উদ্বাস্তুদের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ উপহার খুরুশকুলের আশ্রয়ণ প্রকল্প। ১৩৯টি ভবনের ২০টি আগে নির্মিত হয়েছে। বাকি ১১৯টি ভবনের কাজ চলমান। সে হিসেবে বলা যায় এরইমধ্যে প্রকল্পের ৩০ ভাগ কাজ শেষ হয়েছে। আগামী বছরের জুন মাসে প্রকল্পের কাজ শেষ হয়ে আশ্রয়ণ প্রকল্প পরিপূর্ণতা পাবে। পরিদর্শনকালে সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল ফখরুল আহসানসহ উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর স¤প্রসারণের কারণে শহরের সমিতিপাড়া ও কুতুবদিয়া এলাকায় আশ্রয় নেওয়া জলবায়ু উদ্বাস্তুদের জন্য প্রধানমন্ত্রীর অগ্রাধিকার এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে এক হাজার ৩৩৩ কোটি ৬২ লাখ টাকা। যেখানে স্থায়ী মাথা গোঁজার ঠাঁই পাবে জলবায়ু উদ্বাস্তু ৩ হাজার ৮০৮টি পরিবার।