খুলনা প্রতিনিধি \ খুলনা মেট্রোপলিটন পুলিশ অপরাধ দমন, আইন—শৃঙ্খলা নিয়ন্ত্রণে সর্বদা তৎপর। সারাদেশব্যাপী শুরু হওয়া “অপারেশন ডেভিল হান্টের” অংশ হিসেবে খুলনা মহানগরীতে ও অস্ত্রধারী সন্ত্রাসী, কিশোর গ্যাং, স্বর্ণ চোরাচালানকারী, মাদক ব্যবসায়ী, হত্যাকান্ডে জড়িত ও কুখ্যাত আসামীদের গ্রেফতারের জন্য সাঁড়াশী অভিযান শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ গত কাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে নগরীর বাইপাস সড়কের মিঠু মটরস গ্যারেজের সামনে একজন অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী কর্মকান্ড করার উদ্দেশ্যে অবস্থান করছে। তৎপ্রেক্ষিতে পুলিশ দ্রুত সেখানে উপস্থিত হলে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টা করে। তখন সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের একটি চৌকস আভিযানিক টিম কৌশলে সন্ত্রাসী ইনসান শরীফ (২৯), পিতা—মোঃ মোশারফ হোসেন, সাং—সোনাডাঙ্গা ৩য় আবাসিক, থানা—সোনাডাঙ্গা মডেল, খুলনাকে অস্ত্র—গোলাবারুদসহ হাতেনাতে আটক করে। আটককৃত সন্ত্রাসী ইনসানের হেফাজত হতে ১টি ওয়ান শুটার গান, ২ রাউন্ড কার্তুজ এবং সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনায় ব্যবহৃত রেজিস্টে্রশন বিহীন ১টি লাল রঙের অঢ়ধপযব মোটর সাইকেল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে যার মামলা নং—০৮, তাং—১০/০২/২০২৫ খ্রিঃ, ধারা—১৮৭৮ সালের অস্ত্র আইনে ১৯(অ) রুজু করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধান ও থানার রেকর্ডপত্র পর্যালোচনা করে সন্ত্রাসী ইনসান শরীফের বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় ২টি হত্যা মামলাসহ একাধিক মামলার তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে আরো মামলা আছে কিনা তা যাচাই করা হচ্ছে।এ তথ্যটি নিশ্চিত করেছেন খুলল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের এডিসি আহসান হাবীব পিপিএম।