সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

খুলনায় আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫

খুলনা প্রতিনিধি \ খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরীতে চুরি, ডাকাতি, ছিনতাই রোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল রাতে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে সোনাডাঙ্গা মডেল থানাধীন ৮৮ কেডিএ আউটার বাইপাস রোড থেকে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা যায় তারা হলো ১) আরমান খলিফা (২১), পিতা—মৃত: আবু বক্কার সিদ্দিক, সাং—বসুপাড়া, থানা—সোনাডাঙ্গা মডেল, ২) সাদ্দাম মল্লিক (৩৫), পিতা—মোঃ হেমায়েত হোসেন সাং—গোবরচাকা মল্লিকবাড়ি, থানা—সোনাডাঙ্গা মডেল, ৩) মানিক মিয়া (৪৩), পিতা—মৃত: নুরুল আলম, সাং—আইডিয়াল কলেজ রোড, এ/পি সাং—ছায়রা স্মরণী, থানা—সোনাডাঙ্গা মডেল এবং ৪) ইদ্রিস জোমাদ্দার (৩৭), পিতা—মৃত: হাবিব জোমাদ্দার, সাং—গোবরচাকা, থানা—সোনাডাঙ্গা মডেল, খুলনাদের’কে আটক করেছে। তাদের হেফাজত হতে ডাকাতির কাজে ব্যবহৃত ১টি চাইনিজ কুড়াল, ২টি চাকু এবং ২টি গামছা উদ্ধার করেছে ডিবি পুলিশ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় মামলা রুজু হয়েছে। উল্লেখ্য যে, থানার রেকর্ডপত্র এবং সিডিএমএস পর্যালোচনায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় চুরি, ডাকাতি এবং দস্যুতার ঘটনায় ১২টি মামলার তথ্য পাওয়া গেছে। তথ্যটি নিশ্চিত করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের এডিসি আহসান হাবীব পিপিএম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com