ডুমুরিয়া প্রতিনিধি \ খুলনা জেলার ভাটা বন্ধের প্রতিবাদে ভাটা মালিক ও শ্রমিকদের উদ্যোগে স্মারকলিপি প্রদান করা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এর কাছে বৃহস্পতিবার এ স্মারকলিপি প্রদান করা হয়। প্রধান উপদেষ্টা ও বন, পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর প্রেরিত স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে খুলনা জেলার ইট ভাটা বন্ধ হলে ৫ লাখ শ্রমিক বেকার হয়ে পড়বে। উন্নয়ন কাজ ব্যহত হবে। স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা ভাটা মালিক সমিতির সভাপতি শাহাজান জমাদ্দার, রূপসার সাবেক সভাপতি ইদ্রিস আহমেদ জমাদ্দার, ডুমুরিয়ার আঃ হাই বাহার, আজিজুর রহমান মোড়ল,কামরুল ইসলাম, ইকবাল জমাদ্দার, রূপসার শেখ আব্দুস সাত্তার, শামীম জমাদ্দার, ফজলু সরদার, ডুমুরিয়ার কাজী কামরুল ইসলাম, পুস্পক সরদার প্রমূখ।