খুলনা প্রতিনিধি \ গত ২৬ নভেম্বর রাতে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে খুলনা থানাধীন মিয়াপাড়া ফাইবের মোড় হইতে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। পুলিশ সূত্রে জানা যায়। সে হলো খুলনা থানাধীন মিস্ত্রিপাড়া খালপাড় রোড এলাকার মোঃ শহিদুল ইসলাম (বাবুল) এর পুত্র মোহাম্মদ রাজিব শেখ (৩৫) কে হাতে নাতে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেছে। ধৃত আসামীর বিরুদ্ধে ডিবি পুলিশ বাদী হয়ে খুলনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্ব আসামীকে জেল হাজতে প্রেরণ করেছে। তথ্যটি নিশ্চিত করেছেন ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ লুৎফর রহমান।